মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩ - বিগত প্রশ্ন ব্যাংক PDF

মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩ - বিগত প্রশ্ন ব্যাংক PDF

মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার প্রশ্ন [৫০ থেকে ৫৫তম ব্যাচের বিগত প্রশ্ন ব্যাংক] এখানে দেওয়া হলো। উল্লেখ্য, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম; বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা; বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল; বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর; বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট ও মেরিন ফিসারিজ একাডেমি, চট্টগ্রাম।

আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা; ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা এবং মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম।

 

মেরিন ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন

১. ভর্তি পরীক্ষায় মোট নম্বর ৩০০। এরমধ্যে এমসিকিউ পরীক্ষায় ১০০, এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ১৫ গুন=৭৫ নম্বর (সর্বোচ্চ) এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ২৫ গুন=১২৫ নম্বর (সর্বোচ্চ)

২. এসমিকিউ পরীক্ষা : সর্বমোট ২০০টি এমিসিকিউ প্রশ্ন থাকবে পদার্থ বিজ্ঞান (২৫ নম্বর), গনিত (২৫ নম্বর), বাংলা (১০ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), সাধারণ জ্ঞান (১৫ নম্বর) এর হবে। সময় ২ ঘন্টা ও এমসিকিউতে মোট নম্বর ১০০। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক যোগ্যতদা পরীক্ষায় অংশ গহণ করবে।

৩. মৌখিক পরীক্ষা : প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৫০%।

 

বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্নি নিচে দেওয়া হলো

১. প্রশ্নপত্র ৫৫ ব্যাচ ক্যাডেটস, ২০১৮

২. প্রশ্নপত্র ৫৪ ব্যাচ ক্যাডেটস, ২০১৭

৩. প্রশ্নপত্র ৫৩ ব্যাচ ক্যাডেটস, ২০১৬

৪. প্রশ্নপত্র (ইংলিশ ভার্সন) ৫২ ব্যাচ ক্যাডেটস, ২০১৫

৫. প্রশ্নপত্র ৫২ ব্যাচ ক্যাডেটস, ২০১৫

৬. প্রশ্নপত্র ৫১ ব্যাচ ক্যাডেটস, ২০১৪

৭. প্রশ্নপত্র ৫০ ব্যাচ ক্যাডেটস, ২০১৩

 

আবেদনের যোগ্যতা

ক) বয়স: সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)। আবেদনকারীদের যোগ্যতা ‘বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা-২০১১ অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে।

(খ) আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ ৬০% নম্বর বা জিপিএ-৩.৫০ থাকতে হবে এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে; ইংরেজী ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে ৫.৫ স্কোর থাকতে হবে।

তাছাড়া ভর্তির আবেদন, নির্দেশিকা, ফি জামদান, নির্বাচন সকল বিষয়ে তথ্য নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে http://www.dos.gov.bd দেওয়া আছে।

 

প্রার্থীদের জিজ্ঞাসা ও উত্তর

👉🏼 কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে?
উঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগ। মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের সুযোগ নেই
👉🏼 ভর্তি পরীক্ষা কবে হবে?
উঃ আবেদন শেষ হওয়ার ১০-২০ দিনের মধ্যে ই সম্ভাবনা বেশি। ৫-৬ দিন আগে ই মোবাইলে মেসেজ আসবে।
👉🏼 পরীক্ষা কোথায় হবে?
উঃ গতবছর শুধু ঢাকায় হয়েছিলো। সরকারি বিজ্ঞান কলেজে।
👉🏼 আমার বয়স বেশি/পয়েন্ট কম। আমি কি আবেদন করতে পারব?
উঃ আবেদন করতে পারলেও ভর্তি হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।
👉🏼 ছাত্রীরা কি আবেদন করতে পারবে?
উঃ হ্যাঁ পারবে। সরকারি তে ছাত্রীদের জন্য ২৫ টি সিট রয়েছে।
👉🏼 কিভাবে আবেদন করবো?
উঃ অনলাইনে একটু দক্ষ হলে নিজে ই করা যায়। তবে ১০০ টাক দিয়ে দোকান থেকে ই করা উত্তম।
👉🏼 মোট কতটা এমসিকিউ?
উঃ ২ টা এমসিকিউ তে ১ মার্ক। অর্থাৎ ১০০ মার্কের জন্য ২০০ এমসিকিউ 😃
👉🏼 নেগেটিভ মার্কিং আছে?
উঃ না নাই। তাই ২০০ এর মধ্যে ২০০ টা ই দাগিয়ে আসবা 🤣
👉🏼 সেকেন্ড টাইম আছে?
উঃ বয়স থাকলে শুধু সেকেন্ড টাইম না থার্ড টাইম ও দিতে পারবা🥱
আমার পাশের সিটের ছেলেটা থার্ড টাইম
দিয়ে এখন মেরিন একাডেমি, চট্টগ্রামে পড়তেছে 😘
👉🏼 সিলেকশন কি আবেদনের সময় ই দিতে হবে?
উঃ হ্যাঁ, আবেদনের সময় ই দিতে হবে? #FAYEZUR_RUB
👉🏼 প্রাইভেট ই এ কি সিলেকশন দিবো?
উঃ পড়ার ইচ্ছা না থাকলে সিলেকশন এ রাখার ই প্রয়োজন নাই। কেননা যদি সিলেকশন এ রাখো তবে সেখানে চান্স আসবে। আর তখন ভর্তি কনফার্ম না করলে মাইগ্রেশনের সুযোগ পাবে না। এই মারা টা খেয়ে আমি ও আজ মেরিনার না। আমার পিছনের আরও ৪০ জন পর্যন্ত সরকারি মেরিনে চান্স পাইসে।
by the way ভর্তি কনফার্ম করতে ৫০ হাজার টাকা লাগে 🤣🤣🤣
👉🏼 যদি পরবর্তীতে প্রাইভেট এ পড়ার ইচ্ছা জাগে তার জন্য কি সিলেকশন এ রাখবো?
উঃ আমার মতো মারা না খাইতে চাইলে রাখিও না। কেননা ১ম ওয়েটিং এর পর লিস্টে নাম থাকা যেকোনো কেউ সিট ফাকা সাপেক্ষে যেকোনো প্রাইভেট এ ভর্তি হতে পারবে 🔥
👉🏼 আমার তো জিপিএ কম আমার কি আবেদন করে লাভ হবে?
উঃ আবেদনের যোগ্যতা থাকলে আর ইচ্ছা থাকলে কোনো ভাবনা ব্যাতীত ই আবেদন করে ফেলো। বিশ্বাস করবা না বেশি পয়েন্ট ওয়ালা স্টুডেন্ট কম ই দেখছি 😌
👉🏼এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবো বা কোন কোচিং এ ভর্তি হবো? Admission Infobot
উঃ ভর্তি পরীক্ষার দিন লিফলেট দেখে জানতে পারছি এটার আলাদা কোচিং ও আছে 😁 ভার্সিটির জন্য যেভাবে পড়তেচো ওভাবে পড়লে ই হবে। বিশেষ করে ঢাবি প্রশ্নব্যাংক না সলভ করে হলে না ঢুকার রিকুয়েষ্ট থাকবে আমার পক্ষ থেকে 😊
আর প্রশ্নব্যাংক এর জন্য Admission Assistant এর ৫০ দিনে এমসিকিউ বস কোর্স টি দেখতে পারো। কেননা এখানে মেরিন সহ বিগত ৫ বছরের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক এনালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কোর্স টি সাজানো হয়েছে।
👉🏼 এমসিকিউ পরীক্ষার রেজাল্ট কবে দিবে আর কিভাবে রেজাল্ট হবে?
উঃ পরীক্ষার দিন বা পরের দিন ই দিবে। শুধু এমসিকিউ তে প্রাপ্ত মার্ক অনুসারে সিরিয়াল দেওয়া হবে🔥
👉🏼 সবাই কি শারীরিক পরীক্ষা দিতে পারবে?
উঃ হ্যাঁ যারা ৪০ পেয়ে পাশ করবে সবাই ই শারীরিক পরীক্ষা দিতে পারবে👨‍🎓
👉🏼শারীরিক পরীক্ষা কয়দিন পরে হবে? Admission Assistant
উঃ এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পর কয়েক দিন পর থেকে প্রতিদিন গ্রুপ গ্রুপ করে শারীরিক পরীক্ষা হবে এবং উত্তীর্ণ হলে পরের দিন ভাইবা হবে 💁‍♂️
👉🏼 শারীরিক পরীক্ষা তে কি কি পরীক্ষা হবে?
উঃ ওজন ও উচ্চতা মাপা, দৌড়, পুশ আপ, দড়ি বেয়ে উঠা, সাঁতার💪
👉🏼 শারীরিক এ কি বাদ দেয়?
উঃ হ্যাঁ। তবে সাঁতার এ বেশি বাদ যায়। যারা অল্প সাতার পারে অর্থাৎ ২০০ মিটার সাতার দিতে পারবে তারা উত্তীর্ণ হবে। আর শারীরিক পরীক্ষাতে আর্মির মতো কড়াকড়ি নেই। কয়েকদিন প্র‍্যাক্টিস করতে হবে অবশ্যই ⏱️
👉🏼 শারীরিক এ বাদ পড়লে কি বাদ?
উঃ না, আবার পরীক্ষা দিতে পারবে আবেদন করে ✅
👉🏼 ভাইবা তে কিভাবে প্রশ্ন করে?
উঃ ইংরেজিতে মোটামুটি ১০-১২ টা একেবারে সাধারণ প্রশ্ন ও পদার্থ/গণিত/জিকে থেকে প্রশ্ন। ঘাবড়ানোর কোনো কারন নেই 🙂
👉🏼এরপর আর কয়টা পরীক্ষা?
উঃ আরো আছে 😁😁 চূড়ান্ত মেডিকেল ও চক্ষু পরীক্ষা হবে সেখানে।
👉🏼 নটিক্যাল কি ইঞ্জিনিয়ারিং কি?
উঃ নটিক্যাল হচ্ছে ডেক সংশ্লিষ্ট কাজ আর ক্যাপ্টেন পদ পর্যন্ত হওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং নিয়ে কি বলার 😁 সর্বোচ্চ পদবী হবে চীফ ইঞ্জিনিয়ার

Rate This Article

5.0
out of 5
★★★★★
3 ratings
5 stars
3
4 stars
0
3 stars
0
2 stars
0
1 stars
0

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.