জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ : ৩১ মে ২০২৫ (শনিবার) সকাল ১১টায় অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা সকলেই জানেন, এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণ MCQ (বহু নির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে নেওয়া হয়েছে। প্রশ্নপত্রে মোট ১০০ নম্বরের প্রশ্ন ছিল, যা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়।
ঢাকা বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২৪৭টি কেন্দ্র রয়েছে। এরপর খুলনা বিভাগে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি, রংপুর বিভাগে ৯৬টি, বরিশাল বিভাগে ৫৯টি এবং সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে সরকারি কলেজ ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকারি কলেজ ছাড়াও অনেক স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, শিক্ষার্থীদের এমসিকিউ ভিত্তিক ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়েছে, সময় ১ ঘণ্টা।অনার্স ভর্তির মেধা তালিকা যেভাবে
মেধাতালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে।যদি আপনি বাণিজ্য ইউনিট (Commerce Unit) এর অধীনে এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তবে আপনার প্রশ্নপত্রে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ছিল নিম্নরূপ:
-
বাংলা: ২৫ নম্বর
-
ইংরেজি: ২৫ নম্বর
-
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান: ১০ নম্বর
-
হিসাববিজ্ঞান: ২০ নম্বর
-
ব্যবসায় নীতি ও প্রয়োগ: ২০ নম্বর
এই বন্টন অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, যা শিক্ষার্থীদের জন্য মোটামুটি সময়োপযোগী ও মানানসই ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ (মানবিক)
[caption id="" align="aligncenter" width="1654"]

