ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬৪ জনেরও বেশি। দুর্ঘটনার সময় বহু শিক্ষার্থী ক্লাস শেষে কোচিংয়ে উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার সময় ও স্থান
- সময়: দুপুর ১টা ১৮ মিনিট (উড্ডয়ন: দুপুর ১টা ৬ মিনিট)
- স্থান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
- বিমান: বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ বিমান
- পাইলট: ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর (নিহত)
কীভাবে দুর্ঘটনা ঘটল?
উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দাহ্য আগুন ধরে যায়। স্কুল প্রাঙ্গণে তখন আনুমানিক ১০০-১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।ক্ষয়ক্ষতি ও হতাহতের বিবরণ
- মৃত্যু: ১৯ জন (পাইলট, শিক্ষার্থী ও অন্যান্য)
- আহত: ১৬৪ জনের বেশি (অনেকেই দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায়)
- চিকিৎসা: আহতদের মধ্যে ৮৪ জন এখনো হাসপাতালে ভর্তি, যাদের অধিকাংশই শিশু। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধার অভিযান
- ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
- সশস্ত্র বাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
- ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।