বিমানের সৌদি আরব ফ্লাইট শুরু ৬ জানুয়ারি

Rate this post

বিমানের সৌদি আরব ফ্লাইট শুরু হবে ৬ জানুয়ারি ২০২১ (বুধবার) থেকে। বাংলাদেশ থেকে সৌদি আরব গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি সরকার। এর পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ দপ্তরের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগের নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) দেওয়া সময়সূচি অনুযায়ী বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এসব যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.