সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ৩০ মার্চ

সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ৩০ মার্চ
সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ৩০ মার্চ
Rate this post

সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ উদযাপিত হবে ৩০ মার্চ ২০২৫। সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে, ২৯ মার্চ (শনিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩০ মার্চ (রবিবার) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

মধ্যপ্রাচ্যে ঈদ কবে

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.