বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৩ সার্কুলার > নাবিক ও এমওডিসি 2024-A ব্যাচ
বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৩ সার্কুলার (নাবিক ও এমওডিসি) প্রকাশিত হয়েছে। A-2024 ব্যাচে নাবিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ১২ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।
নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [B-2023] প্রকাশিত হয়েছে। ৩ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)। বেদন করতে হবে অনলাইনে (https://joinnavy.navy.mil.bd) ১২ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরাই নাবিক ও এমওডিসি পদে (বি-২০২৩ ব্যাচ) আবেদনের সুযোগ পাবেন।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ – Bangladesh navy job circular 2023
নাবিক ও এমওডিসি নিয়োগ যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা : কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দরকার এসএসসি বা সমমানের (মাদ্রাসা ও ভোকেশনাল) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৩.৫০ (জিপিএ)। এসএসসিতে উচ্চতর গণিত বিষয়ধারী এবং বিএন ডকইয়ার্ডে কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মেডিক্যাল শাখা : পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের জীববিজ্ঞানসহ এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) শাখায় পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাইটার ও স্টোর শাখায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
পেট্রোলম্যান, রাইটার স্টোর ও এমওডিসি (নৌ)-এর ক্ষেত্রে এসএসসি বা সমমানে (মাদ্রাসা ও ভোকেশন) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। কুক ও স্ট্রুয়ার্ড শাখার ক্ষেত্রে এসএসসি বা সমমানে (মাদ্রাসা ও ভোকেশন) জিপিএ অন্তত ২.৫০ পেতে হবে।
টোপাস শাখায় (পুরুষ) আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাস হলেও চলবে।
শারীরিক যোগ্যতা
সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
এমওডিসি (নৌ) – উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।
প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতা
বয়স নির্ধারিত হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছর। এমওডিসির (নৌ) ক্ষেত্রে বয়স ১৭ থেকে ২২ বছর।
সাঁতার জানা বাধ্যতামূলক।
অবিবাহিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও সনদ
প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ নিজ জেলার নির্ধারিত বাছাই কেন্দ্র/ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে (বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে) উপস্থিত থাকতে হবে। সকল কাগজপত্র সঠিক হলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র, মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড।
জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র।
জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
অভিভাবকের সম্মতিপত্র।
প্রার্থীর ১৫ কপি, বাবার ১ কপি এবং মাতার ১ কপি রঙ্গিন ছবি। (সত্যায়িত)
বেতন ও অন্যান্য সুবিধা
সশস্র বাহিনীর বেতন অনুযায়ী বেতনক্রম অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য ভাতা এবং সরকারি অন্যান্য সুবিধা প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের।
বিনামূল্যে পোষাক, থাকা, খাওয়া এবং চিকিৎসার সুবিধা।
স্বল্প মূল্যে পরিবারের জন্য রেশন কেনার সুবিধা।
অবসর গ্রহণ করলে অবসর ভাতা।
যোগ্যতার ভিত্তিতে পদন্নোতির সুযোগ।
চাকুরীরত অবস্থায় আহত বা নিহত হলে আপনার পরিবার বিভিন্ন ধরণের আর্থিক সুবিধা ভোগ করতে পারবে।
বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
প্রার্থী বাছাই পরীক্ষা পদ্ধতি ও ধাপ
৪টি ধাপে প্রার্থী বাছাই করা হবে :
প্রাথমিক নির্বাচন।
লিখিত পরীক্ষা।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষার বিষয়
প্রার্থী বাছাইয়ের ২য় ধাপে হওয়া লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর :
বাংলা
গণিত
বিজ্ঞান
সাধারণ জ্ঞান
নাবিক ও এমওডিসি পদে আবেদন অনলাইনে
বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৩।
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [A-2024] / বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩ সার্কুলার [A-2024] / বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Bangladesh Navy sailor & MODC job circular 2023 (A-2024 Batch)
সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri