পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা, হেড টু হেড ও পরিসংখ্যান

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা, হেড টু হেড ও পরিসংখ্যান : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ২০ অক্টোবর ২০২৩। এই ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাটিতে শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। সব মিলিয়ে ১০টি শহরে খেলা হবে।  ৪৬ দিনের বিশ্বকাপে মোট ম্যাচ আছে ৪৮টি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ২০২৩ তারিখে।

 

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩

Host Country INDIA
Administrator International Cricket Council
Cricket Format One Day International
Selection Procedure Round-Robin and Knockout
Opening Match 5 October 2023
Semi Final 1 15 November 2023
Semi Final 2 16 November 2023
Final Match 19 November 2023
Participants Teams 10
Total Matches played 48
Official Website https://www.cricketworldcup.com/

 

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যাান

পরিসংখ্যানে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে পাকিস্তান। বিশ্বকাপের ফাইনালেও খেলার অভিজ্ঞতা বেশি আছে দলটির। দুবার ফাইনালে খেলেছে পাকিস্তান। অন্যদিকে একবার খেলেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বেশি পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অজিদের জয় ৯টি। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়।

 

বিশ্বকাপের মঞ্চে সমান জয় ও পরাজয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৬ উইকেটে সে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে দুবার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। প্রতিবারই জয় পায় অজিরা। সেই বার গ্রুপ পর্বে ৩৪ রানে এবং সেমিফাইনালে ৩ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। ২৪ বলে অনবদ্য ৬০ রান করে পাকিস্তানকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করেন মাইক হাসি। ২০১২ সালে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারায় পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরেও জয় পেয়েছিল দলটি। সেবার ১৬ রানে জিতে পাকিস্তান। সর্বশেষ ২০১৬ সালে সুপার টেনের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের জয় ছিল অস্ট্রেলিয়ার।  

এক নজরে পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ হাইলাইটস

  • ওয়ানডে ক্রিকেটে ১০৩ বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাত্র ৩২ জয়ের বিপরীতে অসিদের জয় ৬৭ ম্যাচ। বাকি চার ম্যাচের ৩টি ম্যাচ পরিত্যক্ত এবং অন্যটি টাই হয়।
  • বিশ্বকাপে মুখোমুখি দেখায়ও পাকিস্তানের চেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। ৯ ম্যাচে পাকিস্তানের জয় ৪টিতে আর অস্ট্রেলিয়ার ৫।

  দলীয় সর্বোচ্চ

  • অস্ট্রেলিয়া: ৩৫৯/৭, অ্যাডিলেড, ২০১৭
  • পাকিস্তান: ৩১৫/৮, লাহোর ১৯৯৮

  দলীয় সর্বনিম্ন

  • অস্ট্রেলিয়া: ১২০/১০, হোবার্ট, ১৯৯৭
  • পাকিস্তান: ১০৮/১০, নাইরোবি, ২০০২

  সর্বোচ্চ রান

  • রিকি পন্টিং- ৩৩ ম্যাচে ১১০৭ রান
  • জাভেদ মিয়াঁদাদ- ৩৫ ম্যাচে ১০১৯ রান

  সেরা ইনিংস

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১৭৯ রান
  • হারিস সোহেল (পাকিস্তান)- ১৩০ রান

  সর্বোচ্চ উইকেট

  • গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) – ৫৭ উইকেট
  • ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ৬৭ উইকেট

  সেরা বোলিং

  • কার্ল র‍্যাকমেন (অস্ট্রেলিয়া)- ৫/১৬
  • শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৬/৩৮

  সর্বোচ্চ ছক্কা

  • অস্ট্রেলিয়া ২১, গ্লেন ম্যাক্সওয়েল
  • পাকিস্তান ২৭, শহীদ আফ্রিদি

  সর্বোচ্চ জুটি

  • অস্ট্রেলিয়া ২৮৪, ওয়ার্নার ও হেড, অ্যাডিলেড ২০১৭
  • পাকিস্তান ১৯৮*, কামরান ও মিসবাহ, আবুধাবি ২০০৯

  সবচেয়ে বেশি ডিসমিসাল

  • অস্ট্রেলিয়া ৪৪, অ্যাডাম গিলক্রিস্ট
  • পাকিস্তান ২৫, মঈন খান

  সবচেয়ে বেশি ক্যাচ

  • অস্ট্রেলিয়া ১৯, স্টিভ ওয়াহ
  • পাকিস্তান ১৭, ইজাজ আহমেদ

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ টিভি চ্যানেল ও অ্যাপ

টিভিতেও দেখা যাবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। চলুন জেনে নেওয়া যাক কোন কোন চ্যানেলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দেখা যাবেঃ

  • গাজী টিভি (জিটিভি): ক্রিকেট খেলার জন্য জনপ্রিয় চ্যানেল জিটিভি বা গাজী টিভি সরাসরি দেখাবে বিশ্বকাপ এর সকল ম্যাচ
  • টি স্পোর্টস: জিটিভি এর পাশাপাশি টি স্পোর্টস চ্যানেলটিতেও বিশ্বকাপ ক্রিকেট সরাসরি দেখা যাবে
  • স্টার স্পোর্টস: বিদেশী স্পোর্টস নেটওয়ার্ক, স্টার স্পোর্টসেও উপভোগ করা যাবে ক্রিকেট বিশ্বকাপ এর সকল খেলাগুলো

অ্যাপ : গ্রামীণফোনের MyGP অ্যাপে বিশ্বকাপ ক্রিকেটের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

অস্ট্রেলিয়াকে পাকিস্তান কতবার হারিয়েছে

এ পর্যন্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তান ৬৯টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ৩৪টিতে জিতেছে আর  পাকিস্তান ১৫টিতে জিতেছে।