সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ ও ভাড়ার তালিকা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ ও ভাড়ার তালিকা : ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস এর রুট পরিবর্তন হচ্ছে ১ নভেম্বর ২০২৩ তারিখ থেকে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাবে ট্রেন দুটি। রুট পরিবর্তন করায় পরিবর্তন হচ্ছে ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলোও।

আগামী ১ নভেম্বর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)’ দিয়ে নতুন রুটে যাত্রা শুরু হবে। ওই দিন ট্রেনটি খুলনা ছাড়বে রাত৯টা ৪৫ মিনিটে। ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি (৭২৬) ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, খুলনা পৌঁছাবে বেলা ৩টা ৫০ মিনিটে।

সুন্দরবন এক্সপ্রেস খুলনা-ঢাকায় যাওয়ার পথে ১২টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এগুলো হলো দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। ফিরতি পথে ট্রেনটি ওই ১২ স্টেশনসহ ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করবে। বাড়তি স্টেশনটি হলো দর্শনা হল্ট।

বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) আগামী ২ নভেম্বর থেকে নতুন রুটে যাত্রা শুরু হবে। ওই দিন ট্রেনটি বেনাপোল ছাড়বে বেলা ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি (৭৯৬) ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে, বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে যাতায়াতের সময় ট্রেনটি ১১টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এগুলো হলো ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশন।

রুট পরিবর্তন হলেও সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বিদ্যমান রেক কম্পোজিশন, মার্শালিং ও আসনবিন্যাস একই থাকবে।

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন এবং ট্রেন ছাড়া ও পৌঁছার সময়

স্টেশন এর নাম সাপ্তাহিক ছুটির দিন ট্রেন ছাড়ার সময় ট্রেন পৌঁছানোর সময়
ঢাকা থেকে খুলনা বুধবার 08:15 17:40 (বিকাল ৫টা ৪০)
খুলনা থেকে ঢাকা শুক্রবার 22:16 (রাত ১০টা ১৬) 07:05

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ (ঢাকা টু খুলনা / খুলনা টু ঢাকা)

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ার সময় ২০২৩

স্টেশন এর নাম ঢাকা থেকে খুলনা
দৌলতপুর 17:19
নওয়াপাড়া 16:52
যশোর 16:20
কোটচাঁদপুর 15:42
চুয়াডাঙ্গা 14:41
আলমডাঙ্গা 14:20
পোড়াদহ 14:01
ভেড়ামারা 13:40
ঈশ্বরদী 13:00
চাটমোহর 12:24
বড়াল ব্রিজ 12:08
উল্লাপাড়া 11:46
জামতৈল 11:32
শহীদ এম মনসুর আলী 11:21
বঙ্গবন্ধু সেতু 10:45
জয়দেবপুর 09:12
বিমানবন্দর 08:42

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার সময় ২০২৩

স্টেশনের নাম খুলনা থেকে ঢাকা
দৌলতপুর 22:25
নওয়াপাড়া 22:49
যশোর 23:20
কোটচাঁদপুর 24:00
চুয়াডাঙ্গা 00:53
আলমডাঙ্গা 01:13
পোড়াদহ 01:32
ভেড়ামারা 01:53
ঈশ্বরদী 02:15
চাটমোহর 03:00
বড়াল ব্রিজ 03:15
উল্লাপাড়া 03:36
জামতৈল 03:51
শহীদ এম মনসুর আলী 04:00
বঙ্গবন্ধু সেতু 04:42
জয়দেবপুর 05:57
বিমানবন্দর 06:25

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৩

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা কিংবা খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথিমধ্যে আরো অনেক স্টেশনে বিরতি নিবে। নিচের ছকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন গন্তব্যের ভাড়ার তালিকা দেওয়া হয়েছে :

স্টেশনের নাম শোভন শোভন চেয়ার প্রথম সিট এসি সিট
জয়দেবপুর 35 40 80 90
মির্জাপুর 65 80 105 130
টাঙ্গাইল 90 105 140 175
বি-বি-পূর্ব 105 125 165 210
জামতলী 180 215 285 355
উল্লাপাড়া 190 225 300 375
বড়াল ব্রিজ 205 245 325 375
চাটমোহর 210 250 335 405
ঈশ্বরদী 225 225 270 425
ভেড়ামারা 265 270 335 450
মিরপুর 270 320 425 530
পোড়াদহ 280 325 435 540
আলমডাঙ্গা 290 335 445 555
চুয়াডাঙ্গা 300 345 460 575
কোট চাঁদপুর 335 360 480 600
যশোর 350 420 560 700
খুলনা 390 465 620 775