সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ ও ভাড়ার তালিকা : ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস এর রুট পরিবর্তন হচ্ছে ১ নভেম্বর ২০২৩ তারিখ থেকে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাবে ট্রেন দুটি। রুট পরিবর্তন করায় পরিবর্তন হচ্ছে ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলোও।
আগামী ১ নভেম্বর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)’ দিয়ে নতুন রুটে যাত্রা শুরু হবে। ওই দিন ট্রেনটি খুলনা ছাড়বে রাত৯টা ৪৫ মিনিটে। ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি (৭২৬) ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, খুলনা পৌঁছাবে বেলা ৩টা ৫০ মিনিটে।
সুন্দরবন এক্সপ্রেস খুলনা-ঢাকায় যাওয়ার পথে ১২টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এগুলো হলো দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। ফিরতি পথে ট্রেনটি ওই ১২ স্টেশনসহ ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করবে। বাড়তি স্টেশনটি হলো দর্শনা হল্ট।
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) আগামী ২ নভেম্বর থেকে নতুন রুটে যাত্রা শুরু হবে। ওই দিন ট্রেনটি বেনাপোল ছাড়বে বেলা ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি (৭৯৬) ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে, বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।
বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে যাতায়াতের সময় ট্রেনটি ১১টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এগুলো হলো ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশন।
রুট পরিবর্তন হলেও সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বিদ্যমান রেক কম্পোজিশন, মার্শালিং ও আসনবিন্যাস একই থাকবে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন এবং ট্রেন ছাড়া ও পৌঁছার সময়
স্টেশন এর নাম |
সাপ্তাহিক ছুটির দিন |
ট্রেন ছাড়ার সময় |
ট্রেন পৌঁছানোর সময় |
ঢাকা থেকে খুলনা |
বুধবার |
08:15 |
17:40 (বিকাল ৫টা ৪০) |
খুলনা থেকে ঢাকা |
শুক্রবার |
22:16 (রাত ১০টা ১৬) |
07:05 |
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ (ঢাকা টু খুলনা / খুলনা টু ঢাকা)
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ার সময় ২০২৩
স্টেশন এর নাম |
ঢাকা থেকে খুলনা |
দৌলতপুর |
17:19 |
নওয়াপাড়া |
16:52 |
যশোর |
16:20 |
কোটচাঁদপুর |
15:42 |
চুয়াডাঙ্গা |
14:41 |
আলমডাঙ্গা |
14:20 |
পোড়াদহ |
14:01 |
ভেড়ামারা |
13:40 |
ঈশ্বরদী |
13:00 |
চাটমোহর |
12:24 |
বড়াল ব্রিজ |
12:08 |
উল্লাপাড়া |
11:46 |
জামতৈল |
11:32 |
শহীদ এম মনসুর আলী |
11:21 |
বঙ্গবন্ধু সেতু |
10:45 |
জয়দেবপুর |
09:12 |
বিমানবন্দর |
08:42 |
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার সময় ২০২৩
স্টেশনের নাম |
খুলনা থেকে ঢাকা |
দৌলতপুর |
22:25 |
নওয়াপাড়া |
22:49 |
যশোর |
23:20 |
কোটচাঁদপুর |
24:00 |
চুয়াডাঙ্গা |
00:53 |
আলমডাঙ্গা |
01:13 |
পোড়াদহ |
01:32 |
ভেড়ামারা |
01:53 |
ঈশ্বরদী |
02:15 |
চাটমোহর |
03:00 |
বড়াল ব্রিজ |
03:15 |
উল্লাপাড়া |
03:36 |
জামতৈল |
03:51 |
শহীদ এম মনসুর আলী |
04:00 |
বঙ্গবন্ধু সেতু |
04:42 |
জয়দেবপুর |
05:57 |
বিমানবন্দর |
06:25 |
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৩
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা কিংবা খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথিমধ্যে আরো অনেক স্টেশনে বিরতি নিবে। নিচের ছকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন গন্তব্যের ভাড়ার তালিকা দেওয়া হয়েছে :
স্টেশনের নাম |
শোভন |
শোভন চেয়ার |
প্রথম সিট |
এসি সিট |
জয়দেবপুর |
35 |
40 |
80 |
90 |
মির্জাপুর |
65 |
80 |
105 |
130 |
টাঙ্গাইল |
90 |
105 |
140 |
175 |
বি-বি-পূর্ব |
105 |
125 |
165 |
210 |
জামতলী |
180 |
215 |
285 |
355 |
উল্লাপাড়া |
190 |
225 |
300 |
375 |
বড়াল ব্রিজ |
205 |
245 |
325 |
375 |
চাটমোহর |
210 |
250 |
335 |
405 |
ঈশ্বরদী |
225 |
225 |
270 |
425 |
ভেড়ামারা |
265 |
270 |
335 |
450 |
মিরপুর |
270 |
320 |
425 |
530 |
পোড়াদহ |
280 |
325 |
435 |
540 |
আলমডাঙ্গা |
290 |
335 |
445 |
555 |
চুয়াডাঙ্গা |
300 |
345 |
460 |
575 |
কোট চাঁদপুর |
335 |
360 |
480 |
600 |
যশোর |
350 |
420 |
560 |
700 |
খুলনা |
390 |
465 |
620 |
775 |