পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বেশ কিছু পদে চাকরি


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ৩০, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন /
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বেশ কিছু পদে চাকরি

পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১০ ক্যাটাগরির পদে মোট ১৮ জন নিয়োগ দেবে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে অনলাইনে (http://bogmc.teletalk.com.bd) আবেদন করতে হবে ১ নভেম্বর সকাল ১০টা থেকে ২৫ নভেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।

পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি।

পেট্রোবাংলা নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান : বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
পদের সংখ্যা :১৮টি
পদের ক্যাটাগরি :১০ ক্যাটাগরি
যোগ্যতা : পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি।
আবেদন ফি :২০০ টাকা (পদের ক্রমিক ১-৯), ১০০ টাকা (ক্রমিক ১০)
বয়স : ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে
সর্বোচ্চ বসয় ৩২ বছর।
আবেদনের তারিখ :১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২২
আবেদনের লিংক :http://bogmc.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট :http://www.petrobangla.org.bd

পদের নাম, সংখ্যা ও বেতন

১. পদের নাম : হিসাব সহকারী

  • পদসংখ্যা: ৩
  • যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা             (গ্রেড-১৩)

২. পদের নাম : কেয়ারটেকার

  • পদসংখ্যা : ১
  • যোগ্যতা : স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম : ফোরম্যান

  • পদ সংখ্যা : ১
  • যোগ্যতা : সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা/অনুমোদিত সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩)

৪. পদের নাম : নিরাপত্তা সহকারী

  • পদ সংখ্যা : ১
  • যোগ্যতা : স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩)

৫. পদের নাম : ইউডিএ

  • পদ সংখ্যা : ২
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা  (গ্রেড-১৩)

৬. পদের নাম : স্টেনোটাইপিস্ট

  • পদ সংখ্যা : ২
  • যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। সাঁটলিপি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৩৫ শব্দ থাকতে হবে।
  • বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মেহেরপুর ও ঝালকাঠি। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৭. পদের নাম : ইলেকট্রিশিয়ান

  • পদসংখ্যা : ১
  • যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। এ ছাড়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্স আবশ্যক।
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা              (গ্রেড-১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন   নেই : ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৮. পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা : ৫
  • যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডেটা এন্ট্রিতে দক্ষতাসহ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা       (গ্রেড-১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন            নেই : টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৯. পদের নাম : টেলিফোন অপারেটর

  • পদ সংখ্যা : ১
  • যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা              (গ্রেড-১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন              নেই : গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নেত্রকোনা, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১০. পদের নাম : স্টোর অ্যাটেনডেন্ট

  • পদ সংখ্যা : ১
  • যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা          (গ্রেড-১৮)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন   নেই : গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা। তবে সব জেলার এতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।


যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না

ক্রমিক ৬ থেকে ক্রমিক ১০ পর্যন্ত পদগুলোতে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের নিয়ম

http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ক্রমিক ১ থেকে ৯ পর্যন্ত পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, ক্রমিক ১০-এর পদের জন্য ফি ১০০ টাকা। অনলাইনে আবেদন জমা দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

প্রার্থীর বয়স

প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Petrobangla job circular 2022 pdf
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ১৮ পদে চাকরি – Petrobangla job circular 2022

Petrobangla job circular 2022 pdf

PetroBangla job circular 2022 pdf download link :
http://www.petrobangla.org.bd/sites/default/files/files/petrobangla.portal.gov.bd/notices/1c0628fc_88b0_41b1_ba05_ef08dc8a2d3f/2022-10-19-06-10-3899b4e21b5548e058881bc236f29663.pdf

পেট্রোবাংলা নিয়োগ বিধিমালা ২০১৪ (গ্যাজেট)

পেট্রোবাংলা নিয়োগ বিধিমালা ২০১৪ (গ্যাজেট) পাওয়া যাবে এই লিংকে : http://bomd.portal.gov.bd/sites/default/files/files/bomd.portal.gov.bd/page/5b8e603b_de3b_4ee5_ba38_5949c4880f9b/2022-09-13-04-30-b927600234888fe10ce86fd2fcb7156b.pdf

Rate this post