প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের উদ্যোগ

Rate this post

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে রাউটারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট কানেকশন দেয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

এই লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ৪০,০০০ সরকারি বিদ্যালয়ে রাউটারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। গ্রামীণফোন নেটওয়ার্কের মাধ্যমে রাউটারের মাধ্যমে বিদ্যালয়ে থাকা ল্যাপটপ/কম্পিউটার বা শিক্ষকদের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে শিক্ষা ও পাঠদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা যাবে।

জিপি রাউটারে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে করণীয়

👉 রাউটারে দেওয়া সিমটি রেজিষ্ট্রেশন করতে হবে না।
👉 শুধু চার্জিং পোর্টটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে এর পিছনে থাকা কালো সুইসটি অন করে দিলেই
এটাতে বাতি চলে আসবে।
👉 তারপর রাইটারের উপরে থাকা সুইসটিতে চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন দেখুন সবগুলো বাতি অন হয়েছে।
👉 এখন আপনার মোবাইল ফোনের Wi-Fi টিতে চেপে ধরে ছেড়ে দিন, দেখবেন আপনার রাউটারের নাম চলে আসবে (যেমন : ZTE-MF2…..)।


👉 এখন আপনার কাছে আপনার ল্যাপটপ/মোবাইল ফোনে Wi-Fi connection এর জন্য পাসওয়ার্ড চাইবে।
👉 এখন আপনার রাউটারের নিচে দেখুন WLAN KEY : এর পাশে কিছু সংখ্যা লেখা আছে এটিই হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড।
👉 এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইল ফোনে/বিদ্যালয়ে থাকা ল্যাপটপে Wi-Fi connection নিয়ে আপনিসহ আপনার বিদ্যালয়ের সবাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


👉 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে গ্রামীণফোন কোম্পানির ১ বছরের চুক্তি হয়েছে, যার ফলে আপনি এই রাউটারে থাকা সিমটি থেকে ১ বছর আন-লিমিটেড অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

GP internet connection in govt primary school
প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *