মুভমেন্ট পাস আবেদন যেভাবে

মুভমেন্ট পাস আবেদন App ও Website-এর মাধ্যমে করা যাবে। চলমান লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো যাবে না। আর যদি জরুরী প্রয়োজনে বের হতে হয়, তাহলে মুভমেন্ট পাস দরকার হবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে আবেদন করে অনলাইনে সহজেই মুভমেন্ট পাস সংগ্রহ করা যাবে।

অনলাইনে মুভমেন্ট পাসের আবেদন যেভাবে :
https://movementpass.police.gov.bd ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করতে হবে। শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

মুভমেন্ট পাসের জন্য যেসব তথ্য লাগবে :

আবেদনকারী কোন থানা এলাকা থেকে কোন থানা এলাকায় যাবেন তা উল্লেখ করতে হবে, আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাসের মেয়াদ শেষের তারিখ ও সময়, পরিচয়পত্র, ছবি। পরিচয়পত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্মনিবন্ধন বা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

মুভমেন্ট পাস লাগবে যেসব ক্ষেত্রে :
মুদি মালামাল কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধ কেনা, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন, পণ্য সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসাসহ অন্যান্য জরুরি কারণে বাইরে যাওয়ার জন্য পাসের আবেদন করা যাবে। ঢাকার বাইরে যাতায়াতে মুভমেন্ট পাস লাগবে। এছাড়া একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক পাস নেওয়া যাবে না। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহার করা যাবে। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে।

যাদের মুভমেন্ট পাস লাগবে না :

সাংবাদিকসহ জরুরি সেবায় কর্মরতদের পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে না। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, পানি সরবরাহ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য অপসরণকারী সদস্যসহ এসব প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস ছাড়াই বের হতে পারবেন।