পুলিশ এসআই নিয়োগ রেজাল্ট ২০২৩ PDF

পুলিশ এসআই নিয়োগ রেজাল্ট ২০২৩ (Police si result 2023) প্রকাশিত হয়েছে। ৪০তম সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৩ অক্টোবর ২০২৩ তারিখ সন্ধ্যায় প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ৯২১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলের তালিকা করা হয়েছে। এই তালিকায় রোল নম্বর মেধা অনুযায়ী সাজানো হয়নি, ক্রম অনুযায়ী সাজানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের জানানো হবে।

পুলিশ এসআই নিয়োগ রেজাল্ট ২০২৩ PDF link

Bangladesh police sub inspector (SI) job exam result 2023 pdf download link : https://www.police.gov.bd/storage/upload/announcement/11oKNUG7ht1zF8UZSLM1imSXtXsYC4yIYi1Da5t4.pdf