শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশন ও টিপস


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৩, ২০১৯, ৩:৫১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৪ অপরাহ্ন /
শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সাজেশন ও টিপস

© গাজী মিজানুর রহমান

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিমূলক বই ‘শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস’ এবং BCS Real Model Test বইয়ের দ্বিতীয় সংস্করণের কাজের ব্যস্ততা ও নিজের চাকরির ব্যস্ততার কারণে লেখা হয় হয় করে হয়ে ওঠেনি। আজ লিখেই ফেললাম।

১। শিক্ষক নিবন্ধের লিখিত প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, বাজার থেকে নিবন্ধের লিখিত পরীক্ষার একটি গাইড বই কিনে নিন। তারপর সেই বই থেকে লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো কয়েকবার ভালো করে দেখুন। তখন আপনি নিজে বোঝতে পারবেন কী পড়বেন আর কি বাদ দিবেন।
আমি ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে পাশও করেছিলাম প্রথম বারেই।

২। তো বলছিলাম, আপনি যখন লিখিতভাবে পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, তখন খেয়াল করবেন কিছু প্রশ্ন আছে এমন যা প্রায় প্রত্যেকবার পরীক্ষায় এসেছে। যেগুলো প্রথমে ভালোভাবে শেষ করুন।

৩। তারপর লিখিত পরীক্ষার বিগত সালের বাকি প্রশ্নগুলো সমাধান করুন।
আর এখানেই আপনার লিখিত পরীক্ষার ৬০-৮০% কাভার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

৪। এরপর বিগত সালের প্রশ্নের কাছাকাছি সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলুন।

স্পেশাল টিপস : যেহেতু লিখিত ও ভাইভার ফলাফলের উপর আপনার মেরিট লিস্ট নির্ধারিত হবে, সেহেতু লিখিত পরীক্ষায় যত বেশি নাম্বার উঠানো যাবে ততই বেটার। সেক্ষেতে আপনি যা করবেন- যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি আপনার অনার্সের যে কার্সে ছিল, সেই কোর্সের মূল বই থেকে পড়ুন। আর লিখিত পরীক্ষার যত বেশি মূল বইয়ের নাম রেফারেন্স হিসেবে দিতে পারবেন, তত বেশি নাম্বার। পাবেন। সেইজন্য অনার্সের কিছু মৌলিক বইয়ের নাম ভালোভাবে রপ্ত করে নিন, সুযোগ থাকলে সেইসব বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য/লাইন বইয়ের নামসহ উদ্ধৃতি দিতে পারলে বেশ ভালো নাম্বার পাবেন।

আপনার সাবজেক্টটের কোনো প্রশ্ন যদি সাম্প্রতিক রিপোর্ট-সমীক্ষার সাথে সম্পৃক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক সমীক্ষা ও অন্যান্য রিপোর্ট থেকে ডেটা দেয়ার চেষ্টা করুন রেফেরেন্সসহ, এতে নাম্বার বেশি পাবেন।

  • শিক্ষক লিখিত পরীক্ষার জন্য সহায়ক বই :
    বাজারে আসলে নিবন্ধন পরীক্ষার লিখিত এর জন্য তেমন ভালো বই নেই বলে আমার কাছে মনে হয়। তারপর ৩-৪টি প্রকাশনীর বই আছে-
    ১। দিকদর্শন
    ২। মাই বুক
    ৩। মিলিনিয়াম
    ৪। কবির পাবলিকেশন্স
    এছাড়াও আরো কিছু কোম্পানির বই থাকতে পারে।
    আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এইসব বই থেকে আপনি প্রশ্নের Structured বুঝে অনার্স ও ইন্টারমেডিয়েট বই থেকে সেই প্রশ্নগুলো যতবেশি সলভ করবেন ততবেশি ভালো করবেন। কারণ এসব প্রচলিত বইয়ে অনেক ভুল থাকে ও তথ্যের ঘাটতি থাকে।

আপনার ক্যারিয়ার সংক্রান্ত সহযোগিতা ও পরামর্শের জন্য৷ “Analysis Series” এর সাথেই থাকুন।


© গাজী মিজানুর রহমান স্যার

  • ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
  • সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড
  • সাবেক সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩৪তম বিসিএস নন-ক্যাডার)
  • ১০ম NTRCA (প্রভাষক)
  • সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক: BCS টেকনিক (BCS স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
  • লেখক: BCS Preliminary Analysis (বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক BCS প্রিলির পূর্ণাঙ্গ বই) এবং
    প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis (বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক প্রাইমারি নিয়োগ বই)
Rate this post