খবর

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাতিল : নতুন সিদ্ধান্ত গ্রহণ

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাতিল : নতুন সিদ্ধান্ত গ্রহণ

বাংলাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়সসীমা বাতিল করা হয়েছে। আগের নিয়ম অনুসারে, অনেক প্রার্থী বয়সসীমার কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতেন। তবে এবার এই বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ মে, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই পরিবর্তন ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষক নিয়োগের জন্য বয়সসীমা গণবিজ্ঞপ্তির সময় বিবেচনা করা হবে না। প্রার্থীরা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ লাভ করলে, তারা পরবর্তীতে কোন বয়সসীমা ছাড়াই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, ‘‘বয়সসীমা দুই জায়গায় দেখা অযৌক্তিক। নিবন্ধন সনদ অর্জনের সময় যে বয়স ছিল, তিনি পরবর্তীতে কেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না?’’

তারা আরও জানান, শুধুমাত্র নিবন্ধন পরীক্ষার সময় প্রার্থীর বয়স দেখা হবে, তবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বয়সসীমার কোনও বাধা থাকবে না।

এছাড়াও, বিধিমালা সংশোধন সংক্রান্ত সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে, এবং আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর সংশোধিত বিধিমালা প্রকাশ করা হবে। তবে, নতুন সংশোধিত বিধিমালার আওতায় যদি কোনো গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হয়, তা তখন কার্যকর হবে না।

এ পরিবর্তনটি বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও সুষম ও কার্যকর করে তুলবে, এবং আরও বেশি যোগ্য প্রার্থীকে সুযোগ প্রদান করবে।

বয়সসীমা বাতিলের নতুন সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলবে?

  • বয়সসীমা মুক্ত আবেদন: নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখন আর বয়সসীমা নিয়ে চিন্তা না করেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

  • বয়স সংক্রান্ত অযৌক্তিকতা দূরীকরণ: নিবন্ধন সনদ লাভের পর বয়সসীমার কারণে আবেদন না করার অযৌক্তিকতার সমাধান।