শিক্ষার্থীদের আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র ও ফরম ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো। আর্থিক অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (shed.gov.bd)। এই বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম ও দরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা সরকারি এই আর্থিক অনুদান পাবে। আবেদন করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।
আর্থিক অনুদান ২০২৩ > এন নজরে
কর্তৃপক্ষ | মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ |
প্রদান করা হবে | আর্থিক অনুদান |
কারা পাবে | শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী |
আবেদনের তারিখ | ৫-২৮ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ওয়েবসাইট : | https://shed.portal.gov.bd https://www.mygov.bd |
আর্থিক অনুদানের আবেদন তারিখ ২০২৩ / সময়সীমা
আর্থিক অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষার্থীদের আর্থিক অনুদান আবেদন ফরম পূরণের নিয়ম ২০২৩
- আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
- আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর (tracking number) প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশনা ২০২৩
- (ক) দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এমপিও ভুক্ত ও Non-MPO) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করাসহ পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরির আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভাল এরূপ প্রতিষ্ঠান-কে অগ্রাধিকার প্রদান করা হবে;
- (খ) বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) শিক্ষক-কর্মচারীগণ তাদের দুরারােগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন;
- (গ) সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারােগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়,রােগগ্রস্থ, গরীব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে;
- (ঘ) উক্ত খাতে মঞ্জুরি/অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েব সাইটে (www.shed.gov.bd) শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না;
- (ঙ) স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;
- (চ) শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার স্বপক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;
- (ছ) শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মােবাইল ব্যাংকিং {ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ)} এর মাধ্যমে প্রদান করা হবে;
- জ) শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে;
- (ঞ) আবেদনের কোন হার্ডকপি গ্রহণ করা হবে না।
- আর্থিক অনুদান ২০২৩ সংক্রান্ত সার্কুলার / arthik onudan 2023 circular pdf download link : https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/20d85253_cc62_48d1_a0dc_441c7a763ac1/notice.pdf
- বিভাগ সম্পর্কিত তথ্য
- প্রকাশনা
- শিক্ষা পদ্ধতি
- পলিসি এন্ড কমিশন
- জাতীয় সংগীত
- বাজেট
- প্রকল্প/কর্মসূচি
- মিডিয়া কর্নার
- কর্মকর্তাবৃন্দ
- ডিজিটাল বাংলাদেশ দিবস
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান আবেদন ২০২৩ লিংক
- অনলাইনে আবেদনের বিকল্প লিংক : https://shed.portal.gov.bd/site/page/a4f6c6af-6cbe-4e6e-b25d-a78369dec0f1
আর্থিক অনুদান ২০২৩ সংশ্লিষ্ট তথ্য
আর্থিক অনুদানের পদ্ধতি
- মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে ।
- একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না।
- আবেদন পদ্ধতি জানতে ক্লিক করুন
- বিশেষ দ্রষ্টব্য – শারীরিক ও মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকেই প্রদান করতে হবে।
- আর্থিক অনুদান গ্রহণের খরচ : বিনামূল্যে
- আর্থিক অনুদান প্রদানের সময়সীমা : ১২০ কার্য দিবস
Arthik onudan 2023 circular


দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের ফলে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটবে না তথা তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ নির্দেশিকার আলোকে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে।
অর্থবছর | শিক্ষার পর্যায় | ছাত্র সংখ্যা (জন) | ছাত্রী সংখ্যা (জন) | শিক্ষার্থীর সংখ্যা (জন) | চিকিৎসা অনুদান (টাকায়) | সর্বমোট (টাকায়) |
২০১৪-১৫ | মাধ্যমিক | ৪ | ২ | ০৬ | ৯৫,০০০ | ৯৫,০০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ০ | ০০ | ০০ | ||
স্নাতক | ০ | ০ | ০০ | ০০ | ||
২০১৫-১৬ | মাধ্যমিক | ২ | ২ | ০৪ | ৭০,০০০ | ৭০,০০০.০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ০ | ০০ | ০০ | ||
স্নাতক | ০ | ০ | ০০ | ০০ | ||
২০১৬-১৭ | মাধ্যমিক | ৪ | ২ | ০৬ | ১,২০,০০০ | ১,৪৫,০০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ০ | ০০ | ০০ | ||
স্নাতক | ১ | ০ | ০১ | ২৫,০০০ | ||
২০১৭-১৮ | মাধ্যমিক | ১ | ০ | ০১ | ২৫,০০০ | ৪৫,০০০.০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ০ | ০০ | ০০ | ||
স্নাতক | ১ | ০ | ০১ | ২০,০০০ | ||
২০১৮-১৯ | মাধ্যমিক | ১ | ০ | ০১ | ১০,০০০ | ১০,০০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ০ | ০০ | ০০ | ||
স্নাতক | ০ | ০ | ০০ | ০০ | ||
২০১৯-২০ | মাধ্যমিক | ৩ | ১ | ০৪ | ১,৪৫,০০০ | ১,৯০,০০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ২ | ০২ | ৩৫,০০০ | ||
স্নাতক | ০ | ০১ | ০১ | ১০,০০০ | ||
২০২০-২১ | মাধ্যমিক | ৪ | ১ | ৫ | ২,২০,০০০ | ৪,৬০,০০০ |
উচ্চ মাধ্যমিক | ০ | ২ | ২ | ৯০,০০০ | ||
স্নাতক | ২ | ১ | ৩ | ১,৫০,০০০ | ||
২০২১-২২ | মাধ্যমিক | ৫ | ১ | ৬ | ২,০০,০০০ | ৩,০০,০০০ |
উচ্চ মাধ্যমিক | ১ | ০ | ১ | ৫০,০০০ | ||
স্নাতক | ১ | ০ | ১ | ৫০,০০০ |
সরকারি আর্থিক অনুদান কারা পাবে?
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা সরকারি এই আর্থিক অনুদান পাবে। আবেদন করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।