ইউজিসির মেধাবৃত্তি পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Rate this post

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অর্থাৎ ইউজিসির মেধাবৃত্তি-২০২০ পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষার্থীদের কাছে মেধাবৃত্তির আবেদনের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এই মেধাবৃত্তি প্রোগ্রামের আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছে ইউসিজি।

মেধাবৃত্তি পেতে আগ্রহীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে মনোনয়নকারী শিক্ষার্থীদের মনোনয়ন ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসিতে পাঠাতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক বা অনার্স পরীক্ষা সম্পন্ন করেছেন, তাদের মধ্যে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ/নম্বর শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হবে।

UGC Scholarship for university students 2020
উজিসির মেধাবৃত্তি পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইউজিসির মেধাবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির লিংক (পিডিএফ):

http://www.ugc.gov.bd/sites/default/files/files/ugc.portal.gov.bd/notices/76173090_7e9c_4c3a_8d90_f2b0d9debdd4/2020-08-23-13-09-cf33b385bf840dfb64c18f8b71220483.pdf

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.