উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাউবি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে মানবিক শাখায় (ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ) ভর্তির আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ থাকতে হবে। সামাজিক বিজ্ঞান শাখায় (রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব) ভর্তির ক্ষেত্রে উভয় পরীক্ষা জিপিএ ২.৭৫ থাকতে হবে।
ভর্তি ফরম পাওয়া যাবে ১ অক্টোবর থেকে। ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও বাউবি’র ওয়েবসাইট ( http://bou.edu.bd ) থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর সকাল ১১টায়। ১ ঘন্টাব্যাপী এ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার ফল প্রকাশ হবে ৮ জানুয়ারি ২০১৩ তারিখে।