এইচএসসি পরীক্ষার্থীদের ৯টার মধ্যে কেন্দ্রে থাকতে হবে

Rate this post

১৫ ডিসেম্বর ২০২১ তারিখে ঢাকা শহরের এইচএসসি পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

১৫ ডিসেম্বর ২০২১ (বুধবার) হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হয়ার পরামর্শ দেয়া হয়েছে, যাতে ৯টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছা যায়।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশে সফর উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেই এই অনুরোধ ডিএমপির পক্ষ থেকে।

উল্লেখ্য, বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ ডিসেম্বর ২০২১‌ (বুধবার) ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসবেন। এই সময় ভিভিআইপি চলাচলের সুবিধার্থে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.