এসএসসি মানবন্টন ২০২১


master অক্টোবর ৮, ২০২১, ৩:২১ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন
এসএসসি মানবন্টন ২০২১

এসএসসি মানবন্টন ২০২১ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। ১৫ জুলাই এক ভার্চুয়াল কনফারেন্সে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার নম্বর বন্টণ, বিষয় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সেই আলোচনার প্রেক্ষাপটে এখানে দরকারি তথ্য তুলে ধরা হলো। এদিকে, এসএসসি পরীক্ষার রুটিন (২০২১) প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর ২০২১ থেকে।

এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে নেওয়া হবে। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক– এই ৩টি গ্রুপের শিক্ষার্থীরা যার যার গ্রুপের বিশেষায়িত ৩টি করে সাবজেক্টের ওপর সীমিত পরিসরে, সংক্ষিপ্ত সিলেবাসে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেবে।

প্রতি বিষয়ের পরীক্ষা নেওয়ার সময় ও নম্বর হবে অর্ধেক। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ থাকবে বেশি।

আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্য থেকে ৮টির উত্তর দিতে বলা হতো, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে এর মধ্যে ৩টি বা ৪টি প্রশ্নের উত্তর দিতে বলা হবে। আর প্রতি বিষয়ে মোট নম্বর ১০০-এর বদলে ৫০ নম্বর করা হবে। এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।

৩ ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেমন বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সে রকমই হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাইয়ে বেশি সুযোগ পাবে।

বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্মের মতো আবশ্যিক বিষয় এবং ৪র্থ বিষয়ের ওপর পরীক্ষা হবে না।

স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, কলা ইত্যাদি) শুধু ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা বা এসাইনমেন্টের জন্য শুধু গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়, যেমন বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রয়াসন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বেছে নেওয়ার কারণ হচ্ছে- বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিষয়গুলো মূল্যায়নের প্রয়োজন থাকে। এ কারণে নির্দিষ্ট ওই কয়েকটি বিষয়ের ওপরেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

SSC mark distribution 2021

ssc mark distribution 2021
এসএসসি মান বণ্টন ২০২১

>> এসএসসি পরীক্ষার রুটিন ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App