জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং-২০১৯

Rate this post

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের জন্য নির্ধারিত KPI (Key Performance Indicators)-এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের Performance র‌্যাংকিং করে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ (৫টি সাধারণ, ১টি সরকারি, ১টি বেসরকারি ও ১টি মহিলা) এবং ৮টি বিভাগভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৮০টি, এভাবে সমগ্র দেশে মোট ৮৮টি সেরা কলেজকে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচিত সেরা কলেজসমূহকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। র‌্যাংকিংয়ের KPI (Key Performance Indicators) সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে ১লা জানুয়ারী ২০১৯ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট college login-এ (www.nubd.info/college) college code ও password দিয়ে login করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৯ পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনের হার্ডকপি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০২০।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *