ক্যাডার চয়েস : বিসিএস (ট্যাক্স)

Rate this post

© রবিউল আলম লুইপা

বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ে একটি বড় ভুমিকা রাখে বিসিএস ট্যাক্স ক্যাডার গণ। আর বাৎসরিক ২,৫০,০০০ টাকার বেশি আয় করলেই যেহেতু ট্যাক্স দিতে হয়, এটিকে গনমানুষের ক্যাডার বলা যায়।

এখানে

  • বিসিএস কর ক্যাডারগণ গ্রেড ৯-এ জয়েন করেন সহকারী কর কমিশনার হিসেবে।
  • পিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ এবং বিসিএস ট্যাক্স একাডেমি তে বিভাগীয় প্রশিক্ষণ নিতে হয়।
  • কর ফাঁকির উৎস অনুসন্ধানে সংশ্লিস্ট দের জন্য ১০% সরকারী এওয়ার্ড আছে, যা ট্যাক্স ক্যাডার কর্মকর্তাদের একটি বড় আর্থিক সচ্ছলতার যোগান দেয়।
  • এনবিআর-এর গোয়েন্দা সেলে পোস্টিং হলে আপনার পদ হবে সহকারী পরিচালক।
    তবে, অর্থবছর শেষের দিকে এপ্রিল মে জুন মাসে টার্গেট পূরণে কাজের চাপ বেশি হয়।

দ্রষ্টব্য :

  • বিসিএস (কাস্টমস) আর বিসিএস (ট্যাক্স) ক্যাডারের পদসোপান একই ধরণের।
  • গ্রেড ৭এবং ৮ প্রমোটেড পোস্ট নয়, সিনিয়র স্কেল এর মাধ্যমে উক্ত গ্রেডে যেতে হয়। তাই এই গ্রেডে পদের কোন পরিবর্তন হয়না, শুধুমাত্র বেতন বৃদ্ধি পায়।
  • গ্রেড ১০ এ ট্যাক্স ইন্সপেকটর একটি ২য় শ্রেণীর নন-ক্যাডার পদ। এই কর্মকর্তারা একজন এসিস্ট্যান্ট কমিশনার এর অধীনে থাকে।
বিসিএস ক্যাডার চয়েস - ট্যাক্স ক্যাডার

তথ্যগুলো বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ও ট্যাক্স ক্যাডার কর্তৃক ভ্যারিফাইড।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.