৫১ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩

Rate this post

৫১ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ। স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৩ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের এই প্রতিযোগিতা শেষ হবে ৭ জানুয়ারি ২০২৩ তারিখে। এরপর ১০ জানুয়ারি থেকে উপজেলা বা থানা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।

৫১ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার তারিখ / সময়সূচি

জানা গেছে, প্রতিষ্ঠান পর্যয়ের প্রতিযোগিতা চলবে ৩ থেকে ৭ জানুয়ারি। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১০ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ জানুয়ারি জেলা পর্যায়ের, ২৪ থেকে ২৭ জানুয়ারি উপঅঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ২৯ থেকে ৩১ জানুয়ারি অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী ২ থেকে ৭ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট

অ্যাথলেটিকস্ (ছাত্র-ছাত্রী) দড়িলাফ ইভেন্টসহ, হকি (ছাত্র-ছাত্রী), ক্রিকেট (ছাত্র-ছাত্রী), বাস্কেটবল (ছাত্র-ছাত্রী), ভলিবল (ছাত্র-ছাত্রী), ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী), সাইক্লিং (ছাত্র-ছাত্রী) ইভেন্টে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাইক্লিং ইভেন্টে প্রতি অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে ২ জন ছাত্র ও ২ জন ছাত্রী অংশগ্রহণ করবে।

৫১ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ (নোটিশ)

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.