পঙ্গপাল লণ্ডভণ্ড করে দিচ্ছে সব

Rate this post

পঙ্গপাল আসছে আর ফসলী জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। এইতো জানুয়ারির (২০২০) কথা, পাকিস্তানের বেশ কিছু এলাকার চাষাবাদী জমিতে হানা দিয়ে ফসল খেয়ে সাফ করে ফেলেছে। অবস্থা এতটাই গুরুতর ছিল যে- পাকিস্তান সরকারকে সেখানে জরুরী অবস্থা পর্যন্ত জারি করতে হয়েছে। সে রেশ কাটতে না কাটতেই ভারতের পাঞ্জাবেও ঢুকে পড়েছে পঙ্গপাল। পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

এর আগে গেল বছরের (২০১৯) শেষ দিকে আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়াসহ কয়েকটি দেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে পঙ্গপাল।

গত ৫৫ বছরে পঙ্গপাল বাংলাদেশ হানা না দিলেও আগামী বছর (২০২১) নাগাদ এ ধরনের আশঙ্কা আছে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।



পঙ্গপাল কী?
পঙ্গপাল ইংরেজিতে Locust নামে পরিচিত । ঘাসফড়িঙ জাতীয় এ পতঙ্গ ১ ইঞ্চির মতো লম্বা। এরা খাবারের খোঁজে একসঙ্গে বহু সংখ্যক হয়ে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত পঙ্গপালের ঝাঁকে কয়েক লাখ থেকে এক কোটি সংখ্যক পঙ্গপাল থাকে। বিশাল বড় জমির ফসল এরা অল্প সময়ে খেয়ে সাফ করে দিতে পারে।

পঙ্গপাল (Locust)

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.