প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ২০২১

প্রবাসী কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে অনলাইনে/সরাসরি/ডাকযোগে।

বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীর এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে ৫.০০ (বিজ্ঞান) অথবা ৪.৭৫ (মানবিক/বাণিজ্য)। মৃত প্রবাসী কর্মীর সন্তান হলে জিপিএ ৪.০০ (বিজ্ঞান/মানবিক/বাণিজ্য) হলেই আবেদন করা যাবে।

বৃত্তিপ্রাপ্তরা এইচএসসি/সমমান/ডিপ্লোমায় অধ্যায়নরত অবস্থায় ২/৪ বছর যাবত প্রতি মাসে ২০০০ টাকা করে পাবে। এর সঙ্গে বছরে বই ও শিক্ষা উপকরণসহ অন্যান্য উপকরণসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ এককালীন ৩,৫০০ টাকা দেয়া হবে।

>> অনলাইনে আবেদনের লিংক : http://stipen.wewb.gov.bd/stipend

>> যারা ডাকযোগে কিংবা সরাসরি আবেদন জমা দিতে চান, তারা বৃত্তি ফরম (pdf) ডাউনলোড করে নিন এই লিংক থেকে :
http://wewb.gov.bd/sites/default/files/files/wewb.portal.gov.bd/notices/5e3546cc_6431_4bb8_b443_ae0b1f6d962a/2020-01-21-10-05-254cb63e0c765bbf50ac9742831a6c56.pdf

প্রবাসীর মেধাবী সন্তানদের জন্য বৃত্তি ২০২১ :

WEWB stipen scholarship 2021
WEWB stipen scholarship 2021