মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা ২০২২

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নীতিমালা ২০২২ প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে, চলবে ১০ মার্চ ২০২২ পর্যন্ত। মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি ২০২২ (পূর্ণাঙ্গ) ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশ করা হবে।

এমবিবিএস ও বিডিএস ভর্তি ২০২২

শিক্ষা প্রতিষ্ঠান :মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ / ইউনিট
শিক্ষাবর্ষ :২০২১-২০২২ শিক্ষাবর্ষ
যোগ্যতা :২ পরীক্ষায় মোট জিপিএ ৯
(পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ৮)
আবেদন :২৮/২/২০২২ থেকে ১০/৩/২০২২
পাস নম্বর :৪০




ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

বিষয়নম্বর
পদার্থ বিজ্ঞান ২০
রসায়ন ২৫
জীববিজ্ঞান ৩০
ইংরেজি১৫
সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০

সাধারন তথ্য

আবেদন ফি ১০০০ টাকা।

আবেদনের সময়সীমা

২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২২ পর্যন্ত।

এডমিট কার্ড ডাউনলোড

এডমিট কার্ড (প্রবেশপত্র) ডাউনলোড করা যাবে ২৬ মার্চ ২০২২ তারিখ থেকে।

মেডিকেললে এমবিবিএস ভর্তি পরীক্ষা

১ এপ্রিল ২০২২ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

মেডিকেলে আসন সংখ্যা

মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪২৩০টি।

মেডিকেলে আবেদনের যোগ্যতা

Medical, Dental, AFMC : SSC ও HSC মোট GPA ন্যূনতম 9.00 হতে হবে। তবে HSC জীববিজ্ঞানে GPA 3.50 এর কম হতে পারবে না।

সিলেকশন পদ্ধতি

আবেদন যোগ্য সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে।★ পরীক্ষার মানবন্টন :
Medical & Dental: MCQ – Biology=(30×1), Chemistry=(25×1), Physics=(20×1), English=(15×1), GK (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) = (10×1) করে মোট ১০০ নম্বর; সময় ১ ঘন্টা।

মেডিকেল কলেজ ভর্তির সিলেবাস

HSC সমমান সিলেবাস। কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষায় নেয়ার পক্ষে অভিমত দিয়েছেন। তবে ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে এ ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে।

ফলাফল নির্ণয় পদ্ধতি

(SSC GPA×15), (HSC GPA×25) এবং ভর্তি পরীক্ষার 100 নম্বর নিয়ে সর্বমোট 300 নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।পাশ নম্বর = 40।

নেগেটিভ মার্কিং

নেগেটিভ মার্কিং ০.২৫ অর্থাৎ প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর অতিরিক্ত কাটা হবে।

২য় বারের ভর্তি প্রার্থী

২য় বারের ভর্তি প্রার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে ৫ নম্বর কর্তন করা হবে এবং MBBS / BDS কোনো কলেজে ভর্তি থেকে অংশগ্রহণ করলে ৭.৫ নম্বর কর্তন করা হবে।

মেডিকেল ও ডেন্টালে পাস নম্বর

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তির লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থী ফেল বলে বিবেচিত হবে।

মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি নীতিমালা ২০২২ pdf download link : https://mefwd.gov.bd/sites/default/files/files/mefwd.portal.gov.bd/notices/1e250ca1_3abd_485e_ab02_36a95db69ef2/Admission%20Policy-2022.pdf

NameExam DateTime LeftSyllabus
BUP12 March 03:00 PM16Days 5HFull
MIST18 March 10:00 AM22Days 0HShort
Medical01 April 10:00 AM36Days 0HFull
Dental22 April 10:00 AM57Days 0HFull