চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি ২০২২


এডু ডেইলি ২৪ আগস্ট ১৬, ২০২২, ১১:১২ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৩ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি ২০২২ প্রকাশিত হয়েছে। চবি’র ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ট্রেনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া চলে ১৫ জুন থেকে ৮ জুলাই ২০২২ পর্যন্ত।

সম্ভাব্য নতুন সময়সূচি অনুযায়ী, ১৬, ১৯, ২০ ও ২১ আগস্ট ২০২২; এই ৪ দিন চট্টগ্রাম নগরের বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাসে ১১ বার শাটল ট্রেন যাবে। আবার ক্যাম্পাস থেকে বটতলীতেও ১১ বার যাবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে নতুন সময়সূচি তৈরি করে তা রেলওয়ে পূর্বাঞ্চলকে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১১ জোড়া শাটল চলাচলের জন্য রেল ভবনে প্রস্তাব দেওয়া হয়েছে।

বটতলী থেকে চবি ক্যাম্পাস


৪ দিন সকাল ৬টা, ৬টা ৩০, ৭টা ৩০, ৮টা ১৫, ৮টা ৪৫, বেলা ১১টা ৪০, দুপুর ১২টা, ১২টা ৩০, বেলা ৩টা, বিকেল ৪টা ও রাত ৮টা ৩০ মিনিটে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

ক্যাম্পাস থেকে বটতলী

৪ দিন সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫, ৮টা ৪০, ৯টা ২০, ১০টা, বেলা ১টা, ১টা ৩০, ৩টা, বিকেল ৫টা, ৫টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে নগরের বটতলীর উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

চবি ভর্তি পরীক্ষার তারিখ

১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৪ আগস্ট সকালে বি-১ উপ-ইউনিট ও একই দিন বিকেলে ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি আসনে ২৯ প্রতিদ্বন্দ্বী

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৪ হাজার ৮২৬টি। সে হিসাবে ১ আসনে লড়বেন ২৯ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

কোন ইউনিটে কতজন


আগের বছরগুলোর মতো এবারো ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।

  • এ-ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি। আবেদন ফি জমা দিয়েছেন ৫৪ হাজার ১০৫ শিক্ষার্থী, সেই হিসাবে ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ৪৫ জন।
  • বি-ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২২১টি। আবেদন ফি জমা দিয়েছেন ৩৫ হাজার ৭৭৯ জন, সে হিসাবে ১ আসনে লড়বেন ২৯ শিক্ষার্থী।
  • সি-ইউনিটে আসন রয়েছে ৪৪১টি। আবেদন ফি জমা দিয়েছেন ১১ হাজার ৬০ জন, সে হিসাবে ১ আসনে লড়বেন ২৫ শিক্ষার্থী।
  • ডি-ইউনিটের আসন রয়েছে ১ হাজার ১৬০টি। আবেদন ফি জমা দিয়েছেন ৩৯ হাজার ৩৯১ জন। ১ আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৪ জন।
  • বি-১ উপ–ইউনিটে আসন রয়েছে ১২৫টি। আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৫৭৯ জন, ১ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১৩ জন।
  • ডি-১ উপ-ইউনিটে আসন রয়েছে ৩০টি। আবেদন ফি জমা দিয়েছেন ১ হাজার ৮১১ জন। ১ আসনের বিপরীতে পরীক্ষার্থী ৬০ জন।

Rate this post

Leave a Reply

BD Results App