ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ [BDS dental admission 2025]

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি - BDS dental admission
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি - BDS dental admission
5/5 - (1 vote)

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ : দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

অনলাইনে আবেদন করতে হবে http://dgme.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (এক নজরে)

শিক্ষা প্রতিষ্ঠানসরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ / ডেন্টাল ইউনিট
কোর্সবিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি)
সেশন২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ
আবেদনের তারিখ২৯ ডিসেম্বর ২০২৪ থেকে ২০ জানুয়ারি ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখ২৮ ফেব্রুয়ারি ২০২৫
ওয়েবসাইটhttp://dgme.teletalk.com.bd
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ – Dental admission 2025

 

দ্বিতীয়বার পরীক্ষার জন্য দুইভাবে নম্বর কাটা হবে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৯ ডিসেম্বর ২০২৪ (রবিবার) থেকে। ২৪ ডিসেম্বর ২০২৪ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

কারা আবদনের যোগ্য

  • ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইসএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না;
  • প্রার্থীকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।
  • এসএসসি/ ‘ও’ লেভেল / সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল / সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
  • উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫ এর কম হলে
  • ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্য বলে যারা বিবেচিত হবেন না

সকলের জন্যে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না;

ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাসে: লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (এক শ)। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০।

ভর্তি পরীক্ষার নম্বর কত: পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ণ করা হবে। এসএসসি/ও লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ=৫০ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ =৫০ নম্বর (সর্বোচ্চ)।

 

পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে: বিডিএস কোর্সে ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট হতে জানা যাবে।

আবেদন ফি কত: ভর্তি পরীক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৯/১২/২০২৪, রোববার সকাল ১০টা
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২০/১/২০২৫, সোমবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত
  • অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ২১/০১/২০২৫, মঙ্গলবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত
  • প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্টের তারিখ: ২৩/২/২০২৫, রোববার হতে ২৫/২/২০২৫ মঙ্গলবার পর্যন্ত
  • ভর্তি পরীক্ষার তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত।

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (Dental admission circular 2025)

  • ডেন্টালের ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
  • বিএমডিসির ভর্তি নীতিমালাটি দেখতে ক্লিক করুন।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.