সাসেক্স বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ-২০২১

Rate this post

‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’ শীর্ষক সাসেক্স  বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ-এর জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।

আন্তর্জাতিক এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।

যুক্তরাজ্যর ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’-এর ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’ নামের এ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে (sussex.ac.uk) বলা হয়েছে, স্কলারশিপের বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ৩,০০০ ব্রিটিশ পাউন্ড পাবেন। স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন বাংলাদেশিরা। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।

প্রতিবছর সাসেক্সে স্নাতকোত্তর বা পিএইচডি করতে যান উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে মেধার স্বাক্ষরও রেখেছেন তাঁরা। এ স্কলারশিপ চালুর জন্য অনেক দিন ধরে আবেদন করে আসছিলেন সেখানে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। অবশেষে স্কলারশিপ চালু হলো।

ইউনিভার্সিটি অব সাসেক্সের এ স্কলারশিপ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে, ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে। পাশাপাশি, সুযোগ পেতে হবে সাসেক্সের ২০২১-এর স্নাতকোত্তর প্রোগ্রামে।

স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ সংক্রান্ত তথ্য পেতে–

* ইমেইল : [email protected]

* ওয়েবসাইট :

https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships

https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship

 

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *