১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [২৭৭৫ পদে চাকরি]

Rate this post

১০ ব্যাংকে অফিসার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৭৭৫টি পদে অফিসার (জেনারেল) নিয়োগ দেওয়া হবে। সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সালভিত্তিক এসব শূন্য পদ পূরণ করা হবে।

কোন ব্যাংকে কত জন অফিসার নিয়োগ দেওয়া হবে

অফিসারের ২ হাজার ৭৭৫টি পদের মধ্যে-

  • সোনালী ব্যাংকে ১,০৫৪ জন
  • জনতা ব্যাংকে ৩০২ জন
  • অগ্রণী ব্যাংকে ১,০০০ জন
  • রূপালী ব্যাংকে ১৫ জন
  • বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫ জন
  • বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫ জন
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪ জন
  • প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৯ জন
  • কর্মসংস্থান ব্যাংকে ৪৫ জন এবং
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন

আবেদনের যোগ্যতা, বেতন ও বয়স

  • শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
  • মাসিক বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
  • বয়স : আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ

  • আবেদনের শেষ সময় ৯ ফেব্রুয়ারি ২০২৩

অনলাইনে আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮১। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

১০ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf

10 bank officer general job circular 2023
10 bank officer general job circular 2023 (1)

10 bank officer general job circular 2023 (2)
10 bank officer general job circular 2023 (2)

10 bank officer general job circular 2023 pdf

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য (নিয়োগ বিজ্ঞপ্তি এই লিংকে পাওয়া যাবে : https://erecruitment.bb.org.bd/career/jan052023_bscs_01.pdf

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *