সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ [All MCQ answers]

আজকের সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ [Combined 10 Bank senior officer question solution 2023] এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক সিনিয়র অফিসার (জেনারেল) পদে মোট ৯২২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাংকে (৩৯৩ জন)। 

সিনিয়র অফিসার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮৭৯। সবচেয়ে বেশি প্রার্থী মাইলস্টোন কলেজে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার।

 

সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৩

সিনিয়র অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, সমন্বিত ১০ ব্যাংকে সিনিয়র অফিসার পদেৱ আবেদনের শেষ তারিখ ও সময় ছিল ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে।

 

১০ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ ২০২৩

নিয়োগ কার্যক্রম : সমন্বিত ব্যাংক নিয়োগ
কর্তৃপক্ষ : বাংলাদেশ ব্যাংক - ব্যাংকার্স সিলেকশন কমিটি
মোট ব্যাংক সংখ্য : ১০টি ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান
পদের নাম : সিনিয়র অফিসার (জেনারেল)
মোট পদের সংখ্যা : ৯২২টি
জব আইডি নম্বর : ১০১৮০
আবেদনের শেষ তারিখ : ৫ ফেব্রুয়ারি ২০২৩
অনলাইনে আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd
১০ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ ২০২৩

 

কোন ব্যাংকে কত পদে চাকরি

সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে মোট ৯২২ জন। এর মধ্যে-

  • সোনালী ব্যাংকে ৩৯৩ জন
  • জনতা ব্যাংকে ৯৪ জন
  • অগ্রণী ব্যাংকে ১৫০ জন
  • রূপালী ব্যাংকে ২৫ জন
  • বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন
  • বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন
  • প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন
  • কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং
  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন

সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩

[caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (1) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (1)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (2) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (2)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (3) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (3)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (4) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (4)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (5) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (5)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (6) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (6)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (7) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (7)[/caption] [caption id="" align="aligncenter" width="1080"]সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (8) সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার প্রশ্ন সমাধান ২০২৩ - Combined 10 Bank senior officer question solution 2023 (8)[/caption]

 

আবেদনের যোগ্যতা ও বেতন

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 

প্রার্থীর বয়স

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

 

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

 

10 banks senior officer general job circular 2023 pdf

 

সিনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে?

সমন্বিত ব্যাংক নিয়োগ কার্যক্রমে সিনিয়র অফিসার (জেনারেল) পদের পরীক্ষা হবে ৩টি ধাপে। ১ম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বরের এমসিকিউ), ২য় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩য় ধাপে ২৫ নম্বরের ভাইভা (মৌখিক পরীক্ষা)।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.