২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি আজ (বুধবার) প্রকাশিত হয়েছে। সারা দেশে এ পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর থেকে, শেষ হবে ১৮ নভেম্বর।
সময়সূচি (পুরনো) পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা’র ওয়েবসাইটে- http://www.dhakaeducationboard.gov.bd/uploads/tender_notice/JSC-2014.pdf
জুলাই মাসে প্রকাশিত সময়সূচি
আপডেট (৪/১১/২০১৪):
২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে শিক্ষা সচিব জানান, ২ নভেম্বরের পরীক্ষা হবে ৭ নভেম্বর ও ৩ নভেম্বরের পরীক্ষা হবে ১৪ নভেম্বর।
৪৮ ঘণ্টার হরতালের কারণে আগামী ৫ ও ৬ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ৫ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের পরীক্ষা হবে ২০ নভেম্বর। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।