৪০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এ বছরেই শেষ হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ৪০ হাজার শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া এ বছরেই শেষ হবে বলে জানা গেছে। কুড়িগ্রামের প্রার্থীদের পরীক্ষা শেষ হওয়ার মধ্য দিয়ে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হবে ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে।
এই ধাপের মৌখিক পরীক্ষা শেষ হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করছি, চলতি বছরের (২০২২) মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।
উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪০ হাজার শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। কিন্তু করোনা ও বিভিন্ন কারণে ২ বছর পর পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান হয়। ৩ ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
- ১ম ধাপের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। এ ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয় ১২ জুন ২০২২।
- ২য় ধাপের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৯ জুন এবং তৃতীয় ধাপের শুরু হয় ৩ জুলাই ২০২২।
- বর্তমানে ২য় ও ৩য় ধাপের মৌখিক পরীক্ষা চলছে।
- সেপ্টেম্বরের (২০২২) মধ্যে সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিতদের যোগদান কার্যক্রম শুরু হবে।