২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর

Rate this post

২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর ২০১৯ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। সারা দেশে একযোগে ১৯টি কেন্দ্রের ৩২ ভেন্যুতে এ পরীক্ষা হবে। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেলে ১০,৪০৪ আসনের বিপরীতে ৭২,৯২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এবার প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র হবে ভিন্ন ধরনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ (৭ অক্টোবর ২০১৯, সোমবার) দুপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সরকারি মেডিকেলে ৪,০৬৮ আসন ও বেসরকারি ৬,৩৩৬ আসনসহ মোট ১০,৪০৪ আসনের বিপরীতে ৭২,৯২৮ ভর্তীচ্ছু শিক্ষার্থী এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।
গত বছরের (২০১৮) তুলনায় এবার ৭,০০৯ জন বেশি আবেদন করেছেন। ঢাকা মহানগরের ৫টি কেন্দ্রের ১১টি কেন্দ্রে ৩৫,৯৮৫ পরীক্ষার্থী এবং ঢাকা বাইরে ১৫টি জেলায় ৩৬,৯৪৩ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.