এসএসসিতে ধর্ম পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

5/5 - (1 vote)

এ এইচ সবুজ, গাজীপুর: এসএসসি ও সমমানের পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েও কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এমনটাই লক্ষ্য করা গেছে।

অথচ এই শিক্ষার্থী গত বছর এসএসসি পরীক্ষায় কৃষিতে ‘এ’গ্রেড পেয়েছিল।

ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেয়। তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় সে ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

এ বিষয়ে শিক্ষার্থী শিশির বলে, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার ধর্ম বিষয়ে পরীক্ষা দেই। পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটাতে কৃতকার্য (পাশ) হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন করা যাবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.