কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ছিলেন শাহ্ রিয়াজুল হান্নান

তরুণ-মেধাবীরাই দেশ গড়বে : গাজীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর: বিএনপি স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগে: জে: (অব:) আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার ( ৯ আগষ্ট ) সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ফকির মো: মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

আয়েশা হক শিমুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক, শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, চরদুলর্ভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল এন্ড কলেজের সশিক্ষার্থী কাইমা আক্তার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ, কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা, বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ।

হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত দুইশো ৯ জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা,সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩৪ জন মেয়ে এবং ৭৫ জন ছেলে।

প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ,জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সমাজপ্রতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় পাশ করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।

রিয়াজুল হান্নান আরো বলেন, মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি, উদ্যোম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে। মেধা বিকাশের অফুরান সম্ভাবনাকে এগিয়ে নিতে ২০২৫ সনের মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হলো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ গাঁও কালিয়াব দাখিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। পরে হরিমঞ্জুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.