গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মিলনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মিলনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মিলনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর : গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক, দৈনিক ভোরের দর্পণ ও করতোয়া পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি মরহুম শেখ মঞ্জুর হোসেন মিলনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে ‘গাজীপুর ডায়াবেটিক সমিতি’র হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মো. মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, দৈনিক বাংলাবাজার পত্রিকার উপ-সম্পাদক রাশেদুল হক, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, বিএনপি নেতা বুলবুল আহম্মেদ, দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম,গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি মো: মনির হোসেন, সহ-সভাপতি ও দৈনিক করতোয়া’র জেলা প্রতিনিধি মো.বেলায়েত শেখ, সহ-সভাপতি ও আমাদের গাজীপুর ডটকমের সম্পাদক মো.সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মো: হাসান আলী, দৈনিক বাংলাদেশ কন্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া, নিহতের ছোট ভাই মো.কামাল হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাব্বী।

এছাড়াও ক্লাবের সদস্য মো: এনামুল কবির লিটন, দেশ রুপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, দৈনিক জবাবদিহি ও রিপোর্টার্স ২৪ এর গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো: রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক ভোরের দর্পণের শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক বশির আহমেদ কাজল, এডভোকেট এম এ আজিজ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার টঙ্গী প্রতিনিধি আরিফ চৌধুরী, সরেজমিন পত্রিকার ফটো সাংবাদিক কাজল মিয়াসহ সিটি প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ মঞ্জুর হোসেন মিলনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী সাংবাদিক ছিলেন মঞ্জুর হোসেন মিলন। মঞ্জুর হোসেন মিলনের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শকে লালন করে জনকল্যাণমুখী সাংবাদিকতা করতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।সিনিয়র এ সাংবাদিককে ড্রাম ট্রাক চাপা দিয়ে ২০২৩ সালের ৪ আগষ্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তাঁর সহকর্মীরা বলেন, দিনের বেলা প্রকাশ্যে ড্রাম ট্রাকের চাকার নিচে ফেলে মিলনকে হত্যা করা করা হয়েছে। জাতির বিবেক, সমাজের দর্পন সাংবাদিক মিলন মানুষের দুঃখ দুর্দশা, সমাজের অসঙ্গতি তুলে ধরতেন৷ হত্যার শিকার হয়ে সেই সাংবাদিকের পরিবারকে আজ বিচার চাইতে হয়, যা সত্যিই নিন্দনীয়।

এ সময় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সকাল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন পাঠ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে স্মরণসভা সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিহতের পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.