বাংলাদেশে বিমান দুর্ঘটনার ইতিহাস, তালিকা ও তারিখ – ৩৪ বছরে ৩২টি বিমান বিধ্বস্ত

বাংলাদেশে বিমান দুর্ঘটনার ইতিহাস, তালিকা ও তারিখ - ১৭ বছরে ১৫ বিমান বিধ্বস্ত
বাংলাদেশে বিমান দুর্ঘটনার ইতিহাস, তালিকা ও তারিখ - ১৭ বছরে ১৫ বিমান বিধ্বস্ত
5/5 - (2 votes)

২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার সংখ্যা ৩৪ বছরে ৩২টি। ১৭ বছরে বিমান দুর্ঘটনা ঘটেছে অন্তত ১৩টি। এসব ঘটনায় ১৫টি বিমান বিধ্বস্ত হয়েছে। একই দিনে দুটি বিমান দুর্ঘটনার ঘটনাও ঘটেছে দুই বার। প্রথমটি ২০ ডিসেম্বর ২০১০ এবং দ্বিতীয়টি ২৭ ডিসেম্বর ২০১৭।

 

ভারতের তুলনায় বাংলাদেশে সামরিক বিমান বিধ্বস্তের অনুপাত

২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমান ৮৫। কিন্তু ভারতের আছে (২০২৪ এর হিসাব) ১২৯০ টা বিমান আর ৫০০ হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত ৪.৭ শতাংশ। সে পরিমানে বাংলাদেশ বিমান বাহিনীর আছে (২০২৩ এর হিসাব) ১২৫ টা বিমান ও ৬১ টা হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত ১০.৯৩ শতাংশ। এটা ভারতের তুলনায় ৬ শতাংশ বেশি।

 

বাংলাদেশ বিমান বাহিনীর এখন পর্যন্ত সব বিমান দুর্ঘটনার ইতিহাস, তালিকা ও তারিখ (২০০৮-২০২৫)

  • ৮ এপ্রিল ২০০৮ – চেংদু এফ‑৭ জেট দুর্ঘটনা (১টি)
  • ২০ ডিসেম্বর ২০১০ – দুটি পিটি‑৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে (২টি)
  • ৮ এপ্রিল ২০১২ – অ্যারো এল‑৩৯ ক্র্যাশ (১টি)
  • ২৬ এপ্রিল ২০১২ – একটি পিটি‑৬ ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে (১টি)
  • ১৩ মে ২০১৫ – এমআই‑১৭ হেলিকপ্টার দুর্ঘটনা (১টি)
  • ২৯ জুন ২০১৫ – এফ‑৭এমবি যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত (১টি)
  • ১১ জুলাই ২০১৭ – ইয়াক‑১৩০ দুর্ঘটনা, লোহাগড়ায় (১টি)
  • ২৭ ডিসেম্বর ২০১৭ – দুইটি ইয়াক‑১৩০ মাঝআকাশে সংঘর্ষে বিধ্বস্ত (২টি)
  • ৩ জানুয়ারি ২০১৮ – এমআই‑১৭ হেলিকপ্টার ক্র্যাশ (১টি)
  • ১ জুলাই ২০১৮ – কে‑৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত (১টি)
  • ২৩ নভেম্বর ২০১৮ – এফ‑৭বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে (১টি)
  • ৯ মে ২০২৪ – ইয়াক‑১৩০ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত (১টি)
  • ২১ জুলাই ২০২৫ – এফ‑৭বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকায় একটি স্কুলে বিধ্বস্ত (১টি)

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.