ময়মনসিংহের ভালুকায় মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দেবর গাজীপুরে গ্রেফতার

রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

5/5 - (2 votes)

এ এইচ সবুজ, গাজীপুর: ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মাকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেবরকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল ইসলাম (৩৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সেনের বাজার গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, নেত্রকোনার সেনের বাজার গ্রামের রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করেন। রফিকুলের ছোট ভাই রিকশাচালক নজরুল ইসলাম একই বাসায় থাকতেন। সোমবার (১৪ জুলাই) সকালে কারখানা থেকে বাসায় ফিরে রফিকুল ইসলাম তালাবদ্ধ ঘরে তার স্ত্রী ময়না খাতুন (৩০) ও দুই সন্তান রাইসা আক্তার (৪) ও নীরবের (২) গলা কাটা লাশ দেখতে পান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়। পুলিশ ও স্থানীয়রা এ তিন খুনের ঘটনার সঙ্গে নজরুল ইসলাম জড়িত রয়েছে বলে সন্দেহ করে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির ইনচার্জ নাদির-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশনের ১নং প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগেও জয়দেবপুর থানার অপর একটি হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি সে জামিনে কারাগার থেকে মুক্তিলাভ করেন।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *