আতঙ্কে খামারিরা: কাপাসিয়ায় এক রাতে ৮ গরু চুরি

5/5 - (1 vote)

এ এইচ সবুজ,গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে কৃষকের গোয়াল ঘর থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক চারটার দিকে উপজেলার তরগাও ইউনিয়নের সোনারুয়া ও তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হয়ে যাওয়া এসব গরুর মধ্যে রয়েছে, তরগাঁও গ্রামের হাসান ব্যাপারীর তিনটি গরু, তার ভাই নাসির ব্যাপারীর দুটি, সোনারুয়া গ্রামের মৌলভী বাড়ির জালাল উদ্দিনের দুটি এবং ফরহাদের একটি গরু। এর আগেও ২০২৩ সালে নাসিরের চারটি গরু চুরি হয়েছিল।

এ বিষয়ে ব্যাপারী বাড়ির আইবুর রহমান বলেন, হঠাৎ রাত চারটার দিকে গাড়ির শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। তারপর বাইরে এসে কাউকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী হাসান জানান, রাত সোয়া তিনটার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখি সবগুলো গরু ঠিকঠাক আছে। কিন্তু ফজরের আযানের পর দেখতে পাই সব গরু চুরি হয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরো জানান, এই গরুগুলোই ছিল আমার আয়ের একমাত্র সম্বল। চুরি হওয়া আমার দুটি গাভী ও একটি বাছুরের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এলাকাবাসী অভিযোগ, বিগত আওয়ামী সরকারের আমলে কাপাসিয়া থেকে শত শত গরু চুরি হয়েছে। কিন্তু কোন চোর ধরা পড়েনি, এমনকি কোন গরুও উদ্ধার হয়নি। আর এতে করে নিঃস্ব হয়েছেন খামারিরা।

এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও গরু চুরির মতো ঘটনা অব্যাহত রয়েছে। কাপাসিয়ায় এত এত গরু চোরের ঘটনার পরও প্রশাসন কেন নির্বিকার। তাদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ দৃশ্যমান নেই বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.