অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০ জুলাই ২০২১ তারিখ রাতে এই ফলাফল প্রকাশিত হয়েছে। কারিগরি সমস্যার কারণে প্রথমদিকে অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেনি বলে জানা গেছে।
যেসব বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে– বাংলা,ইংরেজি, আরবী, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণরসায়ন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনৈতিক, পরিসংখ্যান, গণিত, গ্রন্হাগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান।
মোট ২৭৬ টি কলেজের ২,১৪,৮৪৪জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
👉 পরীক্ষায় গড় পাসের হার ৭২ শতাংশ।
✅ উল্লেখ্য অনার্সের চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
👉 ওয়েবসাইটে ফলাফল দেখার লিংক : http://www.nu.ac.bd/results/
★ এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে–
NU H4 Reg NO (শেষ ৭ ডিজিট) লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞাপ্তির লিংক : https://www.nu.ac.bd/uploads/2018/NU%20Press%20%20Release.Hons-4_pub_date_20072021.pdf