আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ট্রেইনি ফিল্ড সুপারভাইজার, ‌‌ফিল্ড সুপারভাইজার ও সিনিয়র সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৮ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : ১. ট্রেইনি ফিল্ড সুপারভাইজার, ২. ফিল্ড সুপারভাইজার ও ৩. সিনিয়র ফিল্ড সুপারভাইজার

যোগ্যতা : যেকোনো বিষয়ে  স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস‌‌‌ হতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৬ থাকতে হবে। 
প্রাথীকে বাংলাদেশের যেকোনো গ্রামীণ এলাকায় অবস্থিত শাখাসমুহে নিয়োজিত থেকে এসএমই এবং মাইক্রোফাইন্যান্স কাজে আগ্রহী থাকতে হবে। প্রাথীকে অবশ্যই মাইক্রোফাইন্যান্স ওয়ার্ড , এক্সেল, পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন : ফিল্ড সুপারভাইজার পদে নির্বাচিত প্রার্থীগণ ৮০০০-৬০০*৬-১১৬০০ ইবি – ৮৭০ * ৮-১৮৫৬০/- বেতন স্কেলে সর্বসাকুল্যে ১৮,১০০ /- (আঠারো হাজর একশত) টাকাসহ ব্যাংকের প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং
ট্রেইনি ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ প্রাপ্তদের শিক্ষানবিশকাল ৬ মাস । এ সময়ে ১৫,০০০/- (পনের হাজার টাকা) প্রদান করা হবে । সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর যারা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে ৮০০০-৬০০*৬-১১৬০০ ইবি – ৮৭০ * ৮-১৮৫৬০/- বেতন স্কেল এবং ব্যাংকের অন্যান্য সুবিধাসহ সর্বসাকুল্যে ১৮,১০০ /- টাকা প্রদান করা হবে। নিয়োগ প্রাপ্ত ব্যাক্তিরা ব্যাংকের প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডিজবস (https://jobs.bdjobs.com/jobsearch.asp) অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৮ এপ্রিল, ২০২০।

সূত্র : বিডিজবস

>> আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০ :

Al-arafah islami bank job circular-2020 - field officer
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০