বাংলাদেশসহ বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা ২৯ জুন ২০২৩ তারিখে (বৃহস্পতিবার) পালিত হবে। দেশের আকাশে ১৯ জুন ২০২৩ সন্ধ্যায় জিলহজ মাসের ঈদুল আজহার চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা (Eid al-adha)।
Table of Contents
ঈদুল আজহার চাঁদ সম্পর্কে যা জানালো চাঁদ দেখা কমিটি
১৯ জুন সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক সচিব মু আ হামিদ জমাদ্দার। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা করেন সচিব।
ঈদুল আজহা বা কোরবানির ঈদের তাৎপর্য কি
ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।নবী ইবরাহীম (আ.), তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাঈলের ত্যাগের স্মৃতিবিজড়িত উৎসব ঈদুল আজহা। আল্লাহর নৈকট্য লাভের জন্য মানুষ পশু কোরবানি দেয়।
কোরআনে আল্লাহ ত্যাগের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে যা বের করেছি তার অংশ ব্যয় করো’ (বাকারাহ ২৬৭)। এ কোরবানি শুধু পশু কোরবানি নয়, নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, অহংকারকেও কোরবানি করা।
সৌদি আরবে ঈদুল আজহা কবে হবে
১৮ জুন সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সে দেশসহ মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা ২৮ জুন ২০২৩ তারিখে।
আরো পড়ুন : ঈদুল আজহার ছুটি কত তারিখ থেকে কত তারিখ