এইচএসসি পরীক্ষা-২০২০ পেছানো হতে পারে

দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২০ পেছানো হতে পারে। এ পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল ২০২০ থেকে শুরু হওয়ার কথা ছিল।

এইচএসসি পরীক্ষা-২০২০ ও সমমানের পরীক্ষা পেছানোর ব্যাপােরে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার বা মঙ্গলবার জানানো হতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন।

এদিকে, করোনা ভাইরাসের কারণে ইতোপূর্বে সারা দেশের স্কুল-কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।