একাদশে ভর্তিতে ট্রান্সক্রিপ্ট-প্রশংসাপত্র জমা দিতে হবে না
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তিকালীন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ইত্যাদি গ্রহণ না করা এবং ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।