একাদশে ভর্তি কার্যক্রম ৬ জুন থেকে শুরু


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ১২, ২০২০, ৬:১১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
একাদশে ভর্তি কার্যক্রম ৬ জুন থেকে শুরু

একাদশে ভর্তি কার্যক্রম ৬ জুন ২০২০ থেকে অনলাইনে শুরু করার পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

প্রথম ধাপে ৬ জুন থেকে ২৪ জুন ২০২০ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন যাচাই-বাছাই শেষে ৫ জুলাই ২০২০ প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

এসএসসির ফল প্রকাশের পরপরই ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।

জানা গেছে, মে মাসেই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ঈদের আগে বা পরে এসএসসির ফল প্রকাশ করা হবে। আর এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই একাদশে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, ৯০ শতাংশ ওএমআর শিট ইতিমধ্যে শিক্ষা্ বোর্ডে চলে এসেছে। বাকি ১০ শতাংশও শিগগিরই চলে আসবে।

এবারের এসএসসি ও সমমানের ফল প্রকাশে অন্যান্য বারের মতো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

Rate this post