এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ pdf [৬৮৩৯০ mpo শিক্ষক পদে নিয়োগ]
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ (নিয়োগ বিজ্ঞপ্তি) ২১ ডিসেম্বর তারিখে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শিক্ষক পদ ৬৮,৩৯০টি। এর মধ্যে স্কুল ও কলেজে এমপিও পদ ৩১,৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে mpo পদ ৩৬,৮৮২টি। অনলাইনে (http://ntrca.teletalk.com.bd) পদগুলোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৯ জানুয়ারি ২০২৩।
এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২২
কর্তৃপক্ষ : | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) |
পদের ধরন : | MPOভুক্ত বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদ |
পদের সংখ্যা : | ৬৮ হাজার ৩৯০টি পদ |
বিজ্ঞপ্তি নং : | ৪র্থ গণবিজ্ঞপ্তি |
আবেদনের তারিখ : | ২৯ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি ২০২৩ |
আবেদনের লিংক : | http://ntrca.teletalk.com.bd |
ওয়েবসাইট : | http://www.ntrca.gov.bd |
এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২২ (চতুর্থ) : শিক্ষক পদ সংখ্যা
শিক্ষা প্রতিষ্ঠানের ধরন | পদের ধরন | পদের সংখ্যা |
স্কুল ও কলেজ | MPO | ৩১,৫০৮টি |
মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান | MPO | ৩৬,৮৮২টি |
মোট পদ : | ৬৮৩৯০টি |
আবেদনের যোগ্যতা
আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
- (ক) সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে;
- (খ) এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে;
- (গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে; (কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসিএর ওয়েবসাইটের ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামক সেবা বক্সে ক্লিক করতে হবে)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনকারীর বয়স
- প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ পর্যন্ত ৩৫ বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ (Choice) দিতে পারবেন।
- উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ (Choice) বহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত Other Option নামক বক্সে ইয়েস Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৯-০১-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ / NTRCA গণবিজ্ঞপ্তি ২০২২
NTRCA 4th circular 2022 pdf
- NTRCA 4th circular 2022 pdf download link : http://www.ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/29c9f0cc_a766_41ca_8bde_48e8dcae4f82/2022-12-21-11-52-1b382244808fcfe8649999931d764c90.pdf