এসএসসি পরীক্ষা ২০২১ আপডেট
এসএসসি পরীক্ষা ২০২১ আপডেট জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২২,২৭,১১৩ জন পরীক্ষার্থী। ২৭ অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার লক্ষ্যে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ এবং ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নজরদারি করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, চলতি বছরের (২০২১) ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেবে। সারাদেশের ৩,৬৭৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি জানান, এবার ২৯,০৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮,০০,৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে আর ৩,০১,৮৮৭ জন। গত বছরের (২০২০) তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১,৭৯,৩৩৪ জন, প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি, কেন্দ্র বেড়েছে ১৬৭টি।
এবারের পরীক্ষায় বিদেশ থেকে ৮টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারের এসএসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ফরম পূরণের টাকা ফেরত!
চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের শুধুমাত্র গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। সব বিষয়ে পরীক্ষা না হওয়ায় পরীক্ষা ব্যয় কমেছে। এর আগে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীরা ১ হাজার ৮৫০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করেছেন।
২৭ অক্টোবরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সব বিষয়ে পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষা ব্যয় কমে যাওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণে আদায় করা টাকার অব্যয়িত অংশ ফেরত দেয়া হবে।
এসএসসি রেজাল্ট ডিসেম্বরে
আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বরের মধ্যে শেষ হবে এসএসসি ও দাখিলের ব্যাবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। সে হিসেবে ডিসেম্বর (২০২১) মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
কোচিং সেন্টার বন্ধ ৮-২৫ নভেম্বর
এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও সুন্দরভাবে এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনে আগামী ৮ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।
আরো দেখুন :
এসএসসি পরীক্ষার রুটিন ২০২১
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা নিয়ে ৯ নির্দেশনা (পরিপত্র)
এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে সর্বশেষ আপডেট