এসএসসি ফলাফল মে মাসেই!

২০২০ সালের এসএসসি ফলাফল মে মাসেই প্রকাশ হতে পারে। করোনা ভাইরাসের কারণে অনিশ্চয়তার পরও এসএসসি পরীক্ষার ফলাফল মে মাসে প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক আজ (১১ মে ২০২০, সোমবার) গণমাধ্যমকে এ তথ্য জানান।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, মে মাসের (২০২০) মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ পরীক্ষায় মোট প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষা অংশ নেয়।
এদিকে, গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।