| |

করোনা ভাইরাস : বাংলাদেশের পাশে দাঁড়াবে আলীবাবা

করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে চীন ভিত্তিক বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

টুইটারে জ্যাক মা লিখেছেন, ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাকের পাশাপাশি ভেন্টিলেটর ও থার্মোমিটার পাঠানো হবে।

বাংলাদেশ-সহ এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। চীনা দূতাবাসের সহযোগিতায় এসব সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানা গেছে।

করোনা প্রতিরোধে আলীবাবা চীনেও সরকারের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।