কর্ম কমিশনের ১৮-৩১ মার্চের সব পরীক্ষা স্থগিত

১৮ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ (১৬ মার্চ ২০২০) পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির একজন কর্মকর্তা জানান, স্থগিত হওয়া এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।